শিক্ষা নিউজ

দালাল ছাড়া পাসপোর্ট করার নিয়ম, ই-পাসপোর্ট ফরম পূরণের নির্দেশাবলী – E‑Passport তথ্য

দালাল ছাড়া পাসপোর্ট করার নিয়ম, ই-পাসপোর্ট ফরম পূরণের নির্দেশাবলী – E‑Passport তথ্য

নিজের পাসপোর্ট নিজেই করুনঃ
কিভাবে করবেন এমআরপি পাসপোর্ট ?
প্রথমে এমআরপি ফরম সংগ্রহ করতে হবে। আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে অথবা ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এর ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করুন। (http://passport.gov.bd/ ওয়েব সাইট হতে সংগ্রহকৃত/অনলাইনে আবেদনকৃত ফরমটি অবস্যই উভয় পেজে প্রিন্ট করতে হবে)
অথবা online এ আবেদন করুন ।

(শুধুমাত্র নতুন আবেদনের ক্ষেত্রে online পদ্ধতি ব্যবহার করুন)
https://www.epassport.gov.bd/landing আবেদন ফরম পূরণ করার আগে আবেদনপত্রে উল্লিখিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন। নির্দেশাবলী অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র/দলিলপত্রাদি সংযুক্ত করুন।
ব্যাংকে পাসপোর্টের নির্ধারিত ফি প্রদান করে ব্যাংক ভাউচার আবেদন ফরম এর সঙ্গে সংযুক্ত করুন।
পূরণকৃত ফরম সংশ্লিষ্ট আঞ্চলিক পাসপোর্ট অফিসে উপস্হিত হয়ে জমা দিন।

প্রয়োজনীয় তথ্য:
সরকারি কর্মকর্তা/ কর্মচারী, সরকারি চাকরিজীবীগণের স্বামী/স্ত্রী এবং তাদের নির্ভরশীল ১৫ (পনের) বছরের কম বয়সী সন্তান, ৫ (পাঁচ)/১০ (দশ) বৎসরের অতিক্রান্ত, সমর্পণকৃত (সারেন্ডারড)দের জন্য একটি ফরম ও অন্যান্যদের ক্ষেত্রে নতুন পাসপোর্টের জন্য ২ (দুই) কপি পূরণকৃত পাসপোর্ট ফরম দাখিল করতে হবে।
অপ্রাপ্তবয়স্ক (১৫ বছরের কম) আবেদনকারীর ক্ষেত্রে আবেদনকারীর পিতা ও মাতার একটি করে রঙিন ছবি (৩০ x ২৫ মিঃমিঃ) আঠা দিয়ে লাগানোর পর সত্যায়ন করতে হবে।
জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রাসঙ্গিক টেকনক্যাল সনদসমূহের (যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ড্রাইভার ইত্যাদি) সত্যায়িত ফটোকপি।

যে সকল ব্যক্তিগণ পাসপোর্টের আবেদনপত্র ও ছবি প্রত্যায়ন ও সত্যায়ন করতে পারবেন – সংসদ সদস্য, সিটি কর্পোরেশনের মেয়র, ডেপুটি মেয়র ও কাউন্সিলরগণ, গেজেটেড কর্মকর্তা, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও পৌর কাউন্সিলরগণ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বেসরকারি কলেজের অধ্যক্ষ, বেসরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক, নোটারী পাবলিক ও আধাসরকারি/স্বায়ত্তশাসিত/রাষ্ট্রায়ত্ত সংস্থার জাতীয় বেতন স্কেলের ৭ম ও তদুর্ধ্ব গ্রেডের গ্রেডের কর্মকর্তাগণ।
সরকারি কর্মকর্তা/কর্মচারী ও তাদের স্বামী/স্ত্রী এবং সরকারি চাকুরীজীবিগণের ১৫ (পনের) বৎসরের কম বয়সের সন্তান সাধারণ ফি জমা করে জরুরী সুবিধা পাবেন।
প্রযোজ্য ক্ষেত্রে প্রাসঙ্গিক জিও (GO)/এনওসি(NOC) দাখিল করতে হবে।

ই পাসপোর্ট চেক করার নিয়ম

১ নাম্ভার পদ্ধতি

বর্তমান সময়ে আপনি খুব সহজে আপনার পাসপোর্টের অবস্থা অটোমেটিক জানতে পারবেন। এর জন্য আপনাকে নতুন পাসপোর্ট বা রিনিউ করার সময় যেখান থাকে অনলাইনে আবেদন করবেন আবেদন করার সময় আপনাকে একটি জিমেইল দিতে হবে ঐ জিমেইলটি লগিন করে অনলাইনে আবেদন করতে হবে। তাহলে আপনার পাসপোর্ট এর সকল তথ্য অটোমেটিক এই জিমেইলে আসবে। পাসপোর্ট তৈরি হলে জিমেইলে মেসেজ এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে। তাই অবশ্যই নিজের জিমেইল দিয়ে আবেদন করবেন।

২ নাম্ভার পদ্ধতিঃ-

পাসপোর্ট চেক করার জন্য আপনাকে ই পাসপোর্ট চেক করার অফিশিয়াল ওয়েবসাইটে https://www.epassport.gov.bd/authorization/application-status ডুকে সহজে -যেকোনো একটি প্রবেশ করে আপনার আবেদনের স্থিতি পরীক্ষা করতে পারবেন। পাসপোর্ট অফিস থেকে আপনি যে ডেলিভারি স্লিপ পেয়েছেন তাতে অ্যাপ্লিকেশন আইডি (যেমন 4000-100000000) পাবেন
অথবা আপনার অনলাইন আবেদন থেকে অনলাইন রেজিস্ট্রেশন আইডি (OID) (যেমন OID1000001234) এবং জন্ম তারিখ বসিয়ে পাসপোর্টের বর্তমান অবস্তা জানতে পারবেন।

৩ নাম্ভার পদ্ধতি

মোবাইলে মেসেজ এর মাধ্যমে আপনার পাসপোর্ট এর বর্তমান অবস্তা জানতে পারবেন।

1. প্রথমে আপনার ফোনের SMS অপশনে যান ।

2. দ্বিতীয়ত , অবশ্যই সঠিকভাবে ফরম্যাট করতে হবে । MRP ( Space ) EID Number ইআইডি নম্বর সঠিকভাবে লিখুন । উদাহরণস্বরূপ , একজন ব্যক্তি যিনি EID নম্বর 2233442 পেয়েছেন । তাকে ” MRP 2233442 ” টাইপ করতে হবে ।

3. তৃতীয়ত , 6969 নম্বরে একটি টেক্সট মেসেজ পাঠান । 4. তারপর , আপনি ফিরতি SMS এর মাধ্যমে পাসপোর্টের অবস্থা জানতে পারবেন ।

এই ভাবে আপনি আপনার পাসপোর্ট চেক করতে পারবেন। আসা করি আজকের আমাদের এই আর্টিকেল আপনার ভালো লাগবে।

দালাল ছাড়া পাসপোর্ট করার নিয়ম, ই-পাসপোর্ট ফরম পূরণের নির্দেশাবলী - E‑Passport তথ্য

দালাল ছাড়া পাসপোর্ট করার নিয়ম, ই-পাসপোর্ট ফরম পূরণের নির্দেশাবলী - E‑Passport তথ্য
দালাল ছাড়া পাসপোর্ট করার নিয়ম, ই-পাসপোর্ট ফরম পূরণের নির্দেশাবলী – E‑Passport তথ্য

অবসরপ্রাপ্ত সরকারি চাকুরীজীবি ও তাদের নির্ভরশীল স্বামী/স্ত্রী সাধারণ ফি প্রদান করে জরুরী সুবিধা পাবেন। এক্ষেত্রে অবসর গ্রহণের সনদ দাখিল করতে হবে।
পাসপোর্ট সমর্পণকৃতদের (সারেন্ডারড) আবেদনপত্রের সাথে অবশ্যই পূর্বের পাসপোর্ট নিয়ে আসতে হবে।
কূটনৈতিক পাসপোর্ট লাভের যোগ্য আবেদনকারীগণকে পূরণকৃত ফরম ও সংযুক্তিসমূহ পররাষ্ট্র মন্ত্রনালয়ে জমা দিতে হবে।
শিক্ষাগত বা চাকুরীসূত্রে প্রাপ্ত পদবীসমূহ (যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডক্টর, পিএইচডি ইত্যাদি) নামের অংশ হিসেবে পরিগণিত হবে না। ফরমের ক্রমিক নং ৩ পূরনের ক্ষেত্রে, একাধিক অংশ থাকলে প্রতি অংশের মাঝখানে ১টি ঘর শূন্য রেখে পূরণ করতে হবে। আবেদনকারীর পিতা, মাতা, স্বামী/স্ত্রী মৃত হলেও তার/তাদের নামের পূর্বে ‘মৃত/মরহুম/Late’ লেখা যাবে না।
ছবি তোলার সময় সাদা পোশাক, সাদা ‍টুপি এবং চোখে চশমা পরা যাবে না।

ছবি, স্বাক্ষর ও আঙ্গুলের ছাপ প্রদানের পুর্বে একটি প্রাক ডেলিভারী রশিদ প্রদান করা হয় যাতে পাসপোর্ট এ প্রদর্শিত সকল তথ্য দেওয়া থাকে। উক্ত রশিদে আপনার তথ্য সঠিক আছে কিনা যাচাই করে নিন এবং কোন তথ্য ভুল থাকলে সংশ্লিষ্ট অপারেটরকে জানিয়ে তাৎক্ষণিক সংশোধন করে নিতে পারবেন। উল্লেখ্য যে, পাসপোর্ট আবেদনকারীর ছবি, স্বাক্ষর ও আঙ্গুলের ছাপ প্রদানের পর মূল ডেলিভারী রশিদ প্রদান করা হয় এবং এরপর সংশোধনের আর কোন সুযোগ থাকে না। অতএব, কাউন্টার ত্যাগের পূর্বে আপনার তথ্য যাচাই করে ডেলিভারী রশিদ বুঝে নিন।
www.passport.gov.bd এই ঠিকানায় প্রবেশ করে Application Status অপশন থেকে ডেলিভারী রশিদে প্রদত্ত আপনার Enrolment ID এবং Date of Birth প্রদান করে আবেদনের বর্তমান অবস্থা জেনে নিতে পারবেন।

দালাল ছাড়া পাসপোর্ট করার নিয়ম, ই-পাসপোর্ট ফরম পূরণের নির্দেশাবলী - E‑Passport তথ্য
বিঃ দ্রঃ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর নিয়ন্ত্রণাধীন প্রতিটি বিভাগীয়/আঞ্চলিক পাসপোর্ট অফিসে মুক্তিযোদ্ধা, বৃদ্ধ নাগরিক, অসুস্থ ব্যক্তি ও প্রতিবন্ধী নাগরিকদের জন্য আলাদা কাউন্টারে আবেদন করার ব্যবস্থা আছে।

বাংলাদেশে আবেদনকারীদের জন্য ৬৪ পৃষ্ঠার পাঁচ বছর মেয়াদি সাধারণ ফি ৫৫০০ টাকা, জরুরি ফি ৭৫০০ টাকা ও অতীব জরুরি ফি ১০৫০০ টাকা এবং ১০ বছর মেয়াদি সাধারণ ফি ৭০০০ টাকা, জরুরি ফি ৯০০০ টাকা ও অতীব জরুরি ফি ১২০০০ টাকা। সব ফির সঙ্গে যুক্ত হবে ১৫ শতাংশ ভ্যাট।

বাংলাদেশে আবেদনকারীদের জন্য ৪৮ পৃষ্ঠার পাঁচ বছর মেয়াদি সাধারণ ফি ৩৫০০ টাকা, জরুরি ফি ৫৫০০ টাকা ও অতীব জরুরি ফি ৭৫০০ টাকা এবং ১০ বছর মেয়াদি সাধারণ ফি ৫০০০ টাকা, জরুরি ফি ৭০০০ টাকা ও অতীব জরুরি ফি ৯০০০ টাকা।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group