শিক্ষা খবরশিক্ষা নিউজ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু আজ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু ১৬ মে।বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো গত ৭ মে থেকে খুলে দেয়া হয়েছে এবং শিক্ষার্থীরা ইতোমধ্যে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন। গত ২৯ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় পবিত্র ঈদ-উল ফিতর ও বুদ্ধ পূর্ণিমার ছুটি ঘোষণা করা হয়।পবিত্র ঈদ-উল ফিতর ও বুদ্ধ পূর্ণিমার (বৈশাখী পূর্ণিমা) ছুটি শেষে আগামীকাল সোমবার (১৬ মে) খুলছে খুলনা বিশ্ববিদ্যালয়। এ দিন সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত যথারীতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হবে। রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

Classes at Khulna University start on May 16. The residential halls of the university have been open since last May 8 and the students have already started returning to the campus. Khulna University has declared Eid-ul-Fitr and Buddha Purnima holidays from April 29 to May 15. Khulna University will reopen on Monday (May 16) after the holidays of Holy Eid-ul-Fitr and Buddha Purnima (Baishakhi Purnima). On this day, the administrative and academic activities of the university will resume as usual from 9 am to 5 pm. The matter has been informed in a press release sent from the public relations department of the university on Sunday.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group