শিক্ষা নিউজ

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের বেতন কত? জানেন কি

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের বেতন কত? জানেন কি করোনাকালেও টাইগার ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানিয়েছেন, ১০-২০ শতাংশ বাড়বে সাকিব-তামিমদের বেতন।

বৃহস্পতিবার বিসিবি কার্যালয়ে সংবাদমাধ্যমকে আকরাম বলেন, ‘এই পরিস্থিতিতে (করোনা) অন্য বোর্ডে খেলোয়াড় বলেন স্টাফ বলেন, বেতন কমাচ্ছে। সেখানে আমি মাননীয় বোর্ড সভাপতিকে অনুরোধ করেছি বেতনটা ১০-২০ শতাংশ বাড়ানোর জন্য। আমরা মৌখিকভাবে অনুমোদন নিয়েছি যে বেতনটা বাড়বে।’

বিসিবির সবশেষ কেন্দ্রীয় চুক্তিতে ‘এ’ প্লাস ক্যাটাগরিতে থাকা মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারের মাসিক বেতন ছিল সাড়ে চার লাখ টাকা। ‘এ’ ক্যাটাগরিতে থাকা একমাত্র ক্রিকেটার মুমিনুল হকের বেতন তিন লাখ টাকা।

‘বি’ ক্যাটাগরির লিটন দাস, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমানের দুই লাখ টাকা করে। ‘সি’ ক্যাটাগরির মোহাম্মদ সাইফউদ্দিন ও মোহাম্মদ মিঠুনের বেতন দেড় লাখ করে।

‘ডি’ ক্যাটাগরির নাজমুল হোসেন শান্ত, নাঈম হাসান, আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন, আফিফ হোসেন ধ্রুব ও নাঈম শেখের বেতন মাসে এক লাখ টাকা করে। এবছর কেন্দ্রীয় চুক্তিতে কারা থাকছেন আর কারা বাদ পড়ছেন সেই তালিকা অবশ্য এখনও প্রকাশ করেনি বিসিবি।

বাংলাদেশের ক্রিকেটারদের ম্যাচ ফি কত?

টেস্টের ম্যাচ ফি এখন হয়েছে সাড়ে ৩ লাখ। ওয়ানডের ম্যাচ ফি ১ লাখ থেকে বেড়ে হয়েছে ২ লাখ টাকা এবং টি-টোয়েন্টির ম্যাচ ফি ৭৫ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ২৫ হাজার টাকা করা হয়েছে।

ইংল্যান্ড ক্রিকেটারদের মাসিক বেতন কত?

টেস্ট দলের প্রতি খেলোয়াড় বাৎসরিক বেতন পান ৭ লাখ ইউরো করে (বাংলাদেশী টাকায় প্রায় ৬ কোটি টাকা)। সেই সাথে টেস্ট অধিনায়কের জন্য থাকে মূল বেতনের ২৫% বোনাস। আর হোয়াইট বল চুক্তিতে থাকা ক্রিকেটাররা ইসিবির কাছ থেকে বাৎসরিক বেতন হিসেবে পান ন্যুনতম ১ লাখ ৮০ হাজার ইউরো। সিনিয়র কোন কোন ক্রিকেটারের ক্ষেত্রে এ অংকটা প্রায় দ্বিগুণ।

ভারতের ক্রিকেট খেলোয়াড়দের মাসিক বেতন কত?

ভারতীয় ক্রিকেট তারকাদের মাসিক বেতন নিম্নে দেয়া হল।
ধোনি মাসে ৮ লক্ষ ৩০ হাজার টাকা বেতন পেয়ে থাকেন। বিরাট কোহলি : বর্তমান অধিনায়ক বিরাট কোহলিও এ গ্রেডের অন্তর্ভুক্ত। তাই তার মাসিক বেতনও ৮ লক্ষ ৩০ হাজার টাকা। রবিচন্দ্রন অশ্বিন : গ্রেড এ তালিকায় চার ক্রিকেটারের মধ্যে রবিচন্দ্রন অশ্বিনও রয়েছেন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group