ভর্তি তথ্যশিক্ষা নিউজ

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা তিন ধাপে হবে

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা তিন ধাপে হবে।এখন ভর্তি পরীক্ষার শুধু সময় নির্ধারণ করা হয়েছে। পরে বিশ্ববিদ্যালয় নিজ নিজ একাডেমিক কাউন্সিলের সভা করে পরবর্তী প্রস্তুতি গ্রহণ করবে। তবে গুচ্ছে থাকা সাত কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এর বাইরে আয়োজন করা হবে। এ পরীক্ষায় সেপ্টেম্বর মাসের যেকোনো সময় নির্ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।চলতি বছরের বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা তিনটি ধাপে আয়োজন করা হবে। আগামী ৩, ১০ ও ১৭ সেপ্টেম্বর এ পরীক্ষা আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে উপাচার্য পরিষদ। তবে কোন তারিখে কোন বিভাগের (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) পরীক্ষা হবে সেটি এখনো ঠিক করা হয়নি। গতকাল শুক্রবার রাজধানীতে অনুষ্ঠিত উপাচার্যদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

The admission test to the public university will be in three stages. Now only time has been fixed for the admission test. Later, the university will hold a meeting of its respective academic council to make further preparations. However, examinations will be held outside the seven agricultural universities in the cluster. It has been decided to schedule this examination at any time in the month of September. The Vice-Chancellor’s Council has decided to hold the examination on September 3, 10, and 16. However, the date on which the examination (science, humanities, and business education) will be held has not been decided yet. The decision was taken at a meeting of the vice-chancellors held in the capital on Friday.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group