শিক্ষা নিউজ

ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার সার্কুলার ২০২২, সময়সূচি, রেজাল্ট, প্রশ্ন ও সাজেশন

ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার সার্কুলার ২০২২, সময়সূচি, রেজাল্ট, প্রশ্ন ও সাজেশন। আগামী জুন মাসে অনুষ্ঠিতব্য ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা স্থগিত করেছে দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি)। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।নভেল করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণের কারণে ব্যাংকিং ডিপ্লোমা এক্সাম স্থগিত করা হয়েছে। আগামী ৫ জুন এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার সংশোধিত/ নতুন সময়সূচি পরবর্তীতে আইবিবির ওয়েবসাইট ও পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

৯৫তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার বিজ্ঞপ্তি

দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি)-এর ৯৫তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা আগামী ০৩, ১০ ও ১৭ ডিসেম্বর ২০২২ তারিখ ঢাকা মহানগরীসহ দেশের সুনির্দিষ্ট বিভাগীয়/ জেলা সদরে অবস্থিত পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

৯৫তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার ফরম Online (online.ibb.org.bd অথবা www.ibb.org.bd) এর মাধ্যমে গ্রহণ করা হবে।

94th IBB (Banking Diploma) Result-2022 (DAIBB)
1. Complete List –https://online.ibb.org.bd/Home/SuccessfulCandidates?examId=94&partId=2
2. Roll Nos. Successful Candidates – https://online.ibb.org.bd/Home/SuccessfulCandidates?examId=94&partId=2&rollNo=True

ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার সার্কুলার ২০২২, সময়সূচি, রেজাল্ট, প্রশ্ন ও সাজেশন

JAIBB All Subject (Handnote Question Bank) Download

JAIBB Suggestions for 94th BDE (All Subjects) PDF Download

আইবিবির মহাসচিব মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী জানান, ঢাকা ও বিভাগীয় শহরসহ দেশের ২২টি অঞ্চলে আইবিবির ডিপ্লোমা পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা নেওয়ার জন্য কেন্দ্র প্রস্তুত, খাতা পাঠানোসহ বেশ কিছু প্রস্তুতি রয়েছে। তবে করোনাভাইরাস পরিস্থিতি এখনও স্বাভাবিক না হওয়ায় কবে নাগাদ এসব প্রস্তুতি নেওয়া যাবে এখনও বলা যাচ্ছে না। যে কারণে আগে-ভাগে পরীক্ষা স্থগিত করা হলো।

ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার প্রশ্ন ও সাজেশন

ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার প্রশ্ন ও সাজেশন

ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা স্থগিত

আইবিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশের (আইবিবি) আগামী ৫ জুন থেকে অনুষ্ঠিতব্য ৯১তম ব্যাংকিং ডিপ্লোমা এক্সাম স্থগিত করা হলো। উক্ত পরীক্ষার সংশোধিত সময়সূচী পরবর্তিতে আইবিবির ওয়েবসাইট ও সংবাদ পত্রের মাধ্যমে জনানো হবে।

উল্লেখ্য, ব্যাংকারদের পেশাগত দক্ষতা যাচাইয়ের অন্যতম একটি পরিমাপক ব্যাংকিং ডিপ্লোমা। পদোন্নতিসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাংকিং ডিপ্লোমায় পাশের বিষয়টি দেখা হয়।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group