শিক্ষা খবরশিক্ষা নিউজ

রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান চালু রাখার পক্ষে শিক্ষামন্ত্রী

রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান চালু রাখার পক্ষে শিক্ষামন্ত্রী।এছাড়াও প্রচন্ড গরমে শিক্ষাকার্যক্রম পরিচালনা না করার পক্ষে অধিকাংশ শিক্ষক। এমন পরিস্থিতিতে অনেকেই রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চাইছেন। এমন পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী এমন মন্তব্য করলেন। আওয়ামী লীগের টানা তৃতীয় মেয়াদের প্রথম মেয়াদে যানজটের কথা চিন্তা করে রোজায় রাজধানীতে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। এরপর টানা কয়েক বছর একই সিদ্ধান্ত নেয়া হয়। এরপর করোনা মহামারীর কারণে উলোটপালট হয়ে যায় শিক্ষা ক্যালেন্ডার। সর্বশেষ রোজায় প্রাথমিকে ক্লাস চলছে ২০ রোজা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ২৪ রোজা পর্যন্ত ক্লাস নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, রমজানে গরম পড়বে, তাই অনেকেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চাইছেন। তবে শিক্ষার্থীদের ক্লাস করাটাও খুবই দরকার। দুটো বছর শ্রেণিকক্ষে ক্লাস হয়নি। এখন শ্রেণিকক্ষে ক্লাস করতে না পারলে তাদের জন্য সিলেবাস শেষ করা কষ্টকর হয়ে পড়বে। প্রাথমিকের মতোই মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকেও ২০ রোজা পর্যন্ত ক্লাস নেয়া হতে পারে। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আমরা যোগাযোগ করছি। হয়ত একই সময়ে আমরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করব।

The Minister of Education is in favor of keeping the educational institutions open during the month of Ramadan. Also, most of the teachers are in favor of not conducting educational activities in the scorching heat. In such a situation, many people want to close educational institutions during Ramadan. The education minister made such remarks in such a situation. Considering the traffic jam in the first term of the third consecutive term of the Awami League, it was decided to close classes in the capital during Ramadan. The same decision was taken several years in a row. Then the education calendar was turned upside down due to the Corona epidemic. The government has decided to take classes up to 20 days for primary and 20 days for secondary and higher secondary.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group