তথ্যপ্রযুক্তিশিক্ষা খবর

গুগল ক্যালেন্ডারে অ্যাপয়েন্টমেন্ট ফিচার চালু করবে

গুগল ক্যালেন্ডারে অ্যাপয়েন্টমেন্ট ফিচার চালু করবে।গুগল ক্যালেন্ডারের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সুবিধা নিশ্চিতে কাজ করছে গুগল। এর অংশ হিসেবে নতুন অ্যাপয়েন্টমেন্ট শিডিউলিং ফিচার যুক্ত করতে যাচ্ছে সার্চ ইঞ্জিন জায়ান্টটি। খবর টেকরাডার। গত বছরের জুনে ওয়ার্কস্পেসের ব্যবহারকারীদের জন্য প্রথম ফিচারটি চালু করে গুগল। প্রতিষ্ঠানটির অ্যাপয়েন্টমেন্ট শিডিউলিং ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা বুকিং পেজের মাধ্যমে কথোপকথন বা দেখা করার জন্য তাদের অবস্থা বোঝাতে পারবেন। স্টেকহোল্ডার, ক্লায়েন্ট, অংশীদার ও অন্যরা বুকিং পেজ ব্যবহারের মাধ্যমে কারো সঙ্গে সামনাসামনি বা গুগল মিটের মাধ্যমে ভিডিও কলে দেখা করতে পারবেন।

অ্যাপয়েন্টমেন্ট স্লট ফিচার অভ্যন্তরীণ কাজে ব্যবহূত হয়। এখানে কার দেখা করার প্রয়োজন সে বিষয়টি প্রাধান্য পায় না। অন্যদিকে অ্যাপয়েন্টমেন্ট শিডিউলিংয়ের মাধ্যমে নিজ প্রতিষ্ঠানের বাইরের মানুষ, যাদের গুগল অ্যাকাউন্ট নেই, তারাও দেখা করার জন্য বুকিং করতে পারবে। তবে ডাবল বুকিং বা পুনরায় বুকিং দেয়ার সমস্যা এখানে নেই। কেননা ফিচারটি ক্যালেন্ডারে বিদ্যমান ইভেন্টের সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বুকিংয়ের কাজ করতে সক্ষম।

ডেস্কটপ কম্পিউটার থেকে গুগল ক্যালেন্ডারে বুকেবল অ্যাপয়েন্টমেন্ট তৈরি করা নতুন ইভেন্ট বা টাস্ক তৈরির মতোই সহজ। সেখানে থাকা প্লাস আইকনে ক্লিক করার মাধ্যমে এটি যুক্ত করা যাবে। তবে বর্তমানে ফিচারটি ব্যবহারের জন্য গুগল ওয়ার্কস্পেসের পেইড অ্যাকাউন্ট থাকতে হবে। গুগল ক্যালেন্ডারের অ্যাপয়েন্টমেন্ট শিডিউলিং ফিচারটি বর্তমানে প্রচলিত অ্যাপয়েন্টমেন্ট স্লট ফিচারের অনুরূপ মনে হলেও বৈশিষ্ট্য ও ব্যবহারের দিক থেকে এটি সম্পূর্ণ আলাদা।

Google lanzará una función de citas en Calendar. Google está trabajando para garantizar la comodidad de reservar citas a través de Google Calendar. Como parte de esto, el gigante de los motores de búsqueda agregará una nueva función de programación de citas. Noticias TechRader. En junio del año pasado, Google lanzó la primera función para usuarios de espacios de trabajo. La función de programación de citas de la organización permite a los usuarios indicar su estado para conversaciones o citas a través de la página de reserva. Las partes interesadas, clientes, socios y otros podrán reunirse cara a cara o en una videollamada a través de Google Meet utilizando la página de reserva.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group