শিক্ষা খবরশিক্ষা নিউজ

নবম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু হয়েছে

নবম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু হয়েছে।২০২১-২২ সালে নবম শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। করোনার কারণে অনেক শিক্ষার্থী রেজিস্ট্রেশন করতে পারেনি বা অন্য কারণে বাদ পড়েছে। শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময়সীমা ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হলো। ঢাকা বোর্ড আরও জানিয়েছে, এ সময়ের পর কোন অবস্থাতেই রেজিস্ট্রেশন করার সুযোগ দেয়া হবে না। নিদিষ্ট সময়ের মধ্যে তথ্য সংশোধনা হলে দায় প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে। নিয়মিত রেজিস্ট্রেশন শেষ হলেও ২০২১-২২ সালের নবম শ্রেণিতে বাদপড়া শিক্ষার্থীদের ফের রেজিস্ট্রেশনের সুযোগ দেয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার (৩১ মার্চ) পর্যন্ত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দেয়া হয়েছে।

The registration of the students who have dropped out of the ninth class has started. The registration activities of the students studying in the ninth class in 2021-22 have already been completed. Many students could not register due to corona or drop out due to other reasons. The student registration deadline is from March 25 to March 31. The Dhaka Board further said that after this period, under no circumstances will the opportunity to register to be given. If the information is corrected within the specified time, the responsibility should be borne by the head of the institution. Although the regular registration is over, the students who dropped out in the ninth class of 2021-22 have been given the opportunity to re-register. Students have been given the opportunity to register till next Thursday (March 31).

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group