শিক্ষা খবরশিক্ষা নিউজ

সরকারি মাধ্যমিকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাচ্ছেন ২৪৪ জন

সরকারি মাধ্যমিকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাচ্ছেন ২৪৪ জন।সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাচ্ছেন ২৪৪ জন। ফলে দীর্ঘদিন পর ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালনের পর পদোন্নতি পাচ্ছেন তারা। পাশাপাশি ১৮ জনকে জেলা শিক্ষা কর্মকর্তা করা হচ্ছে। ঈদের আগের এ পদোন্নতি হওয়ার কথা রয়েছে বলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে জানা গেছে। সারাদেশে প্রধান শিক্ষকের তীব্র সংকট রয়েছে। বহু জেলায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কোনো প্রধান শিক্ষক নেই। কোনো কোনো বিভাগে মাত্র দুই থেকে তিনজন প্রধান শিক্ষক রয়েছেন। বাকি বিদ্যালয়গুলো চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে।

এ মুহূর্তে ২৪৪টি প্রধান শিক্ষক পদ ফাঁকা থাকলেও সবকটি এখনই পূরণ হবে না। কারণ নিয়োগবিধি অনুসারে মোট শূন্য পদের ৮০ শতাংশ পদোন্নতির মাধ্যমে পূরণ করতে হবে। বাকি ২০ শতাংশ পদে সরাসরি নিয়োগ হবে। নতুন জাতীয়করণ বিদ্যালয়সহ সারাদেশে মাধ্যমিক পর্যায়ে সরকারি বিদ্যালয়ের সংখ্যা ৬৮৩। পুরোনো ৩৫২টি সরকারি স্কুল রয়েছে। পদোন্নতির ডিপিসি আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। আশা করা যাচ্ছে, ঈদের আগেই প্রধান শিক্ষকের শূন্য পদ পদোন্নতির মাধ্যমে পূরণ করা সম্ভব হবে।

এছাড়া প্রধান শিক্ষক পদমর্যাদার জেলা শিক্ষা কর্মকর্তার ১৮টি পদ বর্তমানে শূন্য। এসব জেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান তদারকি কাজ ব্যাহত হচ্ছে। সেগুলো হলো- ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, বগুড়া, ঝালকাঠি, ভোলা, জামালপুর, নেত্রকোনা, কক্সবাজার, হবিগঞ্জ, খাগড়াছড়ি, নোয়াখালী, বান্দরবান, মাগুরা, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ। এসব জেলায় ১৮ জনকে জেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে পদোন্নতি দেওয়া হচ্ছে।

244 students are being promoted to the post of headmaster in government secondary schools. 244 students are being promoted to the post of headmaster in government secondary schools. As a result, they are getting promotion after performing their duties for a long time. Besides, 18 people are being made district education officers. The promotion is expected to take place before Eid, according to the Department of Secondary and Higher Education (Maushi). There is an acute shortage of head teachers across the country. In many districts there are no head teachers in government secondary schools. Some departments have only two to three head teachers. The rest of the schools are run by the acting headmaster.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group