জাতীয় বিশ্ববিদ্যালয়

আমরা একটা ভিশন নিয়ে কাজ করছি: জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মাে. মশিউর রহমান

জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মাে. মশিউর রহমান বলেছেল, ‘আমরা একটা ভিশন নিয়ে কাজ করছি। আজকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী চলছে। বাংলাদেশে যদি ১৫ আগস্ট না ঘটতাে, দেশ সামরিক শাসনের দিকে না যেতাে, তাহলে আজকে অর্থনৈতিক ও সামাজিত সূচকে আমরা কোথায় যাবাে- এসব নিয়ে গবেষণার প্রয়ােজন হতাে না। আমরা যদি বঙ্গবন্ধুর শিক্ষাভাবনা, স্বপ্ন পরিকল্পনা, বাজেট প্রণয়নে শিক্ষাকে অগ্রাধিকার দেয়ার যেসব সিদ্ধান্ত ছিল- সেইসব ধারাবাহিকতাগুলাে অক্ষুন্ন রাখতে পারতাম, তাহলে ২০২২ সালে এসে আমার অর্থনৈতিক পরিকল্পনা কোন দিকে যাচ্ছে। সেটি আমাদের মুখ্য বিষয় থাকতাে না। আজকে আমরা উন্নত, মানবিক বিশ্বের বুকে শ্রেষ্ঠ, আদর্শনিষ্ঠ জাতিরাষ্টরে পরিণত হতাম।

আজ সােমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে অনলাইন প্লাটফর্ম জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি) এর অধীন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়ােজিত বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণের ১৮ ও ১৯তম ব্যাচের সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ এসব কথা বলেন।

নতুন প্রজন্মের মধ্যে আত্মবিশ্বাস তৈরির আহ্বান জানিয়ে শিক্ষকদের উদ্দেশ্যে উপাচার্য ড. মশিউর রহমান বলেন, ‘দেশে প্রতিটি শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে হবে। তারা যে নতুন জ্ঞান সৃষ্টি করছে, চর্চা করছে, সেটি তাদের মধ্যে জাগ্রত করতে হবে। জ্ঞান আহরণের পদ্ধতিটি তাদের শেখাতে হবে। তারা যেন গভীর আত্মবিশ্বাস নিয়ে দেশের সুনাগরিক হয়। এটির জন্য কোন সংক্ষিপ্ত পথ নেই। আলােকিত, শিক্ষিত প্রজন্ম যখন আমরা গড়ে তুলতে পারবাে, তখন তারা মেরুদণ্ড সােজা করে দাঁড়াতে পারবে। আমরা যখন তাদেরকে জ্ঞানের প্রকৃত আলাে দিতে পারবাে, তখনই সে নিজের মধ্যে শক্তি খুঁজে পাবে। এই কাজটুকুন যদি শিক্ষকরা করতে পারেন, তাহলে আগামী প্রজন্মের প্রতিটি শিক্ষার্থী আলােকিত মানুষ হিসেবে তৈরি হবে। আর এটিই আমাদের মুক্তিযুদ্ধের চেতনা এবং পথ। আমি বিশ্বাস করি, আপনাদের উৎকর্ষতার মধ্যদিয়ে সেই চেতনা এবং জ্ঞানের আলাে তাদের মধ্যে পৌঁছাবে। এটি করতে পারলেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কর্মপ্রচষ্টা সেটি সফল হবে।

শিক্ষক প্রশিক্ষণ একসঙ্গে ২টি ব্যাচের ৮টি বিষয়ের বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম গত ১ ফেব্রুয়ারি শুরু হয়। এই প্রশিক্ষণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের মােট ৪৬২ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

২৮দিনব্যাপী চলা প্রশিক্ষণের আজ ছিল সমাপনী দিন। এই সমাপনী অনুষ্ঠানে স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মাে. আনােয়ার হােসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য স্থপতি প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ, ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার, সিইডিপির প্রকল্প পরিচালক ড. এ কে এম মুখলেছুর রহমান।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group