জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বুয়েটে পর্ব ১০

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বুয়েটে পর্ব ১০ Episode 10 at BUET from National University
অনেকেই জানতে চেয়েছে আমার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বুয়েটে
আসার অভিজ্ঞতা
আজ আমার বুয়েটে আসার অভিজ্ঞতা শেয়ার করছি।

স্বপ্নের শুরুটা হয়েছিল রসায়ন ল্যাবের প্রতি ভালবাসা ও রসায়নে ডক্টরেট ডিগ্রি নেয়ার পথ খোঁজার মধ্য দিয়ে।।
১ম বর্ষ, ২য় বর্ষ, ৩য় বর্ষে রেজাল্ট অনেক ভাল ছিল তবু যেন এক হীনমন্যতা কাজ করতো।
সেই হীনমন্যতা কাটানোর পথ খুজতে খুজতে আজ আমি বুয়েটে পৌঁছাতে পেরেছি।
অসংখ্যবার গুগলে খুজেছি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অন্য নামকরা কথিত পাবলিক বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স এর পথ।
দেশের ৯৯.৯৯% লোকই বিশ্বাস করেনা জাতীয় বিশ্ববিদ্যালয় ও একটি পাবলিক বিশ্ববিদ্যালয়।
সে তর্ক অন্যদিন করা যাবে।
তখন গুগল, ইউটিউব কিংবা সিনিয়র বড় ভাইদের থেকে খুব বেশি নির্দেশনা পাওয়ার সুযোগ ছিলনা।
৪র্থ বর্ষের রেজাল্ট দেয়ার পর বিভিন্ন গ্রুপে অসংখ্য পোস্ট করেছি তথ্য চেয়ে।
একটি গ্রুপের মাধ্যমে যার কাছে তথ্য ও সহযোগিতা পেয়েছিলাম তিনি Shirin আপু।
গ্রুপ গুলোই অসংখ্য পোস্ট করেও একজনেরই রেসপন্স পেয়েছিলাম।
আপুর প্রতি আমি কৃতজ্ঞ। তাই আজ নিজে থেকে তথ্য দিতে এসেছি যেন আমার পর বুয়েটে,কুয়েটে,রুয়েটে,চুয়েটে,ডুয়েটে,ঢাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসতে পারে।

আচ্ছা আসল কথায় আসি।
অনার্সের রেজাল্ট পেয়েছি ২২সেপ্টেম্বর ২০১৯ ভাবলাম অক্টোবর সার্কুলার টা পাবো বুয়েটে তখন আবরার হত্যাকে কেন্দ্র করে থমথমে অবস্থা।
সেই সার্কুলার হলোনা।আর করোনার জন্য ২০২০ এপ্রিল ও অক্টোবর সার্কুলার ও হলোনা। এর মধ্যে সব সময় খোঁজ নিয়ে গেছি, বুয়েটের ওয়েবসাইট দেখতাম প্রায়ই।
টানা দের বছর অপেক্ষার পর এপ্রিল ২০২১ এর সার্কুলার পাই।
আবেদন করি বুয়েটের ৪টি বিষয়ে
Chemistry
,Glass & Ceramic Engineering
,Management of Technology
এবং WRD তে post graduation diploma
এছাড়াও
কুয়েট, ডুয়েটেও আবেদন করি

প্রথমেই কুয়েটে রসায়ন বিভাগে ভর্তির সুযোগ পাই অবশ্যই অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা করেই আসতে হয়।
তাই কনফিডেন্স হয়েছিল হ্যাঁ ন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্ররাও অন্যদের সাথে প্রতিযোগিতা করার সক্ষমতা রাখে।

ভর্তি হই কুয়েট রসায়ন বিভাগে ঠিক একদিন পরই বুয়েটে চান্স পাই জৈব রসায়নে এমএসসি তে তখন কুয়েটের ভর্তি বাতিল করে স্বপ্নের বুয়েটে চলে আসি।

বুয়েটে প্রথমে আবেদনের পর
মুখোমুখি হতে হয় মৌখিক পরীক্ষার।
ভাইভা বোর্ডে ছিলেন বুয়েটের জৈব রসায়নের সম্মানিত শিক্ষক বৃন্দ
আগেও আপনাদের সাথে ভাইভা অভিজ্ঞতা শেয়ার করেছি আজও রিপিট করছি।

Introduce yourself according your educational background.

Why do you want to admit buet?

Why you choose organic chemistry?

Percentage of Mark in organic chemistry in your graduation,

What is the basic difference Between organic & inorganic chemistry

How can you identify an organic compound

What you know about hetero Compound

Tell about at least one compound consist Oxigen

Tell about a cyclic organic compound containing Nitrogen

What do you know about NMR Spectroscopy?

Can you tell me about some NMR-active Nucleus?

Explain why the show NMR?

Between 13C & 1H which is more sensitive in NMR & What is the reason?

What is an Aromatic compound & What is the basis of Aromaticity?

What is Hackel’s rule?

So, Aromatic compound have (4n+2) π electron then what is this ‘ n’ in the Hackel rule?

What do you know about Chromatography?

What is TLC?

আপনি এখন কি করছেন?

বুয়েটে চান্স পাইলে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমএসসি কোর্সও চালাবেন নাকি শুনেছি ওখানে ক্লাস না করেও পরীক্ষা দেয়ার সুযোগ থাকে?

জাতীয় বিশ্ববিদ্যালয়ের তো কারিকুলাম বাংলায় বুয়েটে ইংরেজি ভার্সনে আপনার সমস্যা হবেনা তো?

বুয়েটে কিন্তু থিসিস করতে হবে আপনার কি অনার্সে থিসিস ছিল?

তোমার অনার্সে রসায়নের কোন কোন বিষয় গুলো পড়েছ?

সবটা মনে নেই যতোটা মনে করতে পেরেছি বললাম।

অনেকে প্রশ্ন করছেন ভাইভা কি বাংলাতে নাকি ইংরেজিতে,
বলে রাখি বুয়েট সহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা ইংরেজিতেই পড়াশুনা করতে হয় আপনি বুয়েটে চান্স পাইলে ইংরেজিতেই করবেন।
আর ভাইভা বোর্ডে আপনি নিজেকে যোগ্য হিসেবে তুলে ধরার সকল চেষ্টা করবেন কেননা আপনার সাথে ভর্তি পরীক্ষাতে লড়বে ঢাকা বিশ্ববিদ্যালয়,রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ দেশের ৫০টি পাবলিক বিশ্ববিদ্যালয় দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং বিদেশে গ্রাজুয়েশন করাও অনেকে।
আমার এক ক্লাসমেট আছে এমএসসি তে, সে MIT থেকে গ্রাজুয়েশন করে এসেছে।
এর মাঝে আপনি ইংরেজিতে দুর্বলতা প্রকাশ করলে নিশ্চয়ই কিছুটা পিছিয়ে থাকবেন।

ভয় পাবেন না।
বুয়েটের শিক্ষকরা খুবই বন্ধু সুলভ।
আপনার সাথে তারা সহজ বোধ্য ইংরেজি এবং প্রয়োজনে বাংলায় কথা বলবে ভাইভা বোর্ডে।
আমি চেস্টা করেছিলাম ইংরেজিতে উত্তর করার।
তবে সাবলীল ভাবে বলতে না পারলে একটু সাবধান।

ও হ্যাঁ, কিছু প্রশ্ন বাংলাতেও করতে পারে সেক্ষেত্রে আপনি গুছিয়ে বাংলাতেই উত্তর করবেন।

কুয়েট রুয়েট চুয়েট ডুয়েটেও ভর্তি প্রক্রিয়া একই।
বুয়েটে এসে দেখছি আগেও প্রতি ব্যাচে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্টুডেন্ট ছিল তবে বেশির ভাগই ইডেন,ঢাকা কলেজ, এবং ঢাকার মধ্যের কোন কলেজের।
এর কারণ ছিল তথ্য না জানা, সুযোগ সম্পর্কে না জানা।
আমি চাই আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই বোনেরা সুযোগ সম্পর্কে জানুক আরও সচেতন হোক।

সবার জন্য শুভকামনা রইল,
আশা করি আগামি সেসনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তত কয়েকজন কে বুয়েটে দেখবো।

মো. সোহানুর রহমান সোহান
এমএসসি, জৈব রসায়ন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)

প্রাক্তন শিক্ষার্থী
রসায়ন বিভাগ,
সরকারি আজিজুল হক কলেজ বগুড়া
জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group