জাতীয় বিশ্ববিদ্যালয়

অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের শর্ত সাপেক্ষে ২য় বর্ষে promotion সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের শর্ত সাপেক্ষে ২য় বর্ষে promotion সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
যে সকল কলেজ অদ্যাবধি প্রত্যয়ন পত্র প্রেরণ করে নাই সে সকল কলেজের পরীক্ষার্থীদের অঙ্গীকারনামা গ্রহন এবং কলেজে সংরক্ষণ করে শুধুমাত্র অধ্যক্ষ কর্তৃক প্রত্যয়নপত্র পূরণ করে ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আগামী ১৫/০৯/২০২১ তারিখের মধ্যে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক,জাতীয় বিশ্ববিদ্যালয়,গাজীপুর-১৭০৪ ঠিকানায় প্রেরণ করার জন্য পুনরায় অনুরোধ করা হলো।

যে সকল শিক্ষার্থী অঙ্গীকারনামা জমা দিয়েছে তাদের ২য় বর্ষে শর্তসাপেক্ষে ভর্তি ও অনলাইনে ক্লাস শুরুর জন্য অনুরোধ করা হলো।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনায় বলা হয়েছে, ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের অনিয়মিত শিক্ষার্থীরা বিধি মোতাবেক ভর্তি ও রেজিস্ট্রেশন, অনলাইনে কোর্স সম্পন্ন, ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ এবং ২০২০ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণের জন্য যেসব শিক্ষার্থী আবেদন ফরম পূরণ করেছে, তাদের মহামারি করোনা বিবেচনায় এরই মধ্যে দ্বিতীয় বর্ষে উন্নীত ঘোষণা করা হয়েছে। উন্নীত শিক্ষার্থীদের অঙ্গীকারনামা জমা দিয়ে প্রত্যয়নপত্র (কপি সংযুক্ত) পূরণ করে ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গত ১৪ জুলাইয়ের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক, অনার্স প্রথম বর্ষ শাখায় পাঠাতে নির্দেশ দেয়া হলেও এখনও অনেক কলেজ থেকে তা পাঠানো হয়নি।

নির্দেশনায় আরও বলা হয়েছে, যেসব কলেজ থেকে এখনও প্রত্যয়নপত্র পাঠানো হয়নি, সেসব কলেজের পরীক্ষার্থীদের অঙ্গীকারনামা গ্রহণ এবং কলেজে সংরক্ষণ করে শুধুমাত্র অধ্যক্ষের মাধ্যমে প্রত্যয়নপত্র পূরণ করে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট শাখায় পাঠাতে হবে। শিক্ষার্থীর স্বাক্ষরিত অঙ্গীকারনামাও জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠাতে বলা হয়েছে। যেসব শিক্ষার্থী অঙ্গীকারনামা জমা দিয়েছে তাদের দ্বিতীয় বর্ষে শর্ত সাপেক্ষে ভর্তি ও অনলাইনে ক্লাস শুরুর জন্য অনুরোধ করা হয়েছে।

শিক্ষার্থী কর্তৃক স্বাক্ষরিত অঙ্গীকারনামা সংশ্লিষ্ট কলেজে সংরক্ষণ করতে হবে। শুধুমাত্র অধ্যক্ষ কর্তৃক স্বাক্ষরিত প্রত্যয়নপত্র বিশ্ববিদ্যালয়ে করতে হবে। ইতিমধ্যে যে সকল কলেজ কর্তৃপক্ষ উল্লেখিত প্রত্যয়ন পত্র প্রেরণ করেছেন তাদের নতুন করে প্রেরণ করার প্রয়োজন নাই।

অনার্স ১ম বর্ষের যেসকল শিক্ষার্থী ইতিমধ্যে কলেজে অঙ্গীকারনামা জমা দেননি,আপনারা কলেজে যোগাযোগ করে অঙ্গীকারনামায় স্বাক্ষর করে জমা দিবেন। এটাই শেষ সুযোগ জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group