জাতীয় বিশ্ববিদ্যালয়

অনলাইন-অফলাইন মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়: উপাচার্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেছেন, ‘শিক্ষার্থীদের নিয়ে আমাদের ভাবতে হবে। তারা পরীক্ষা দিতে চায়। ক্লাসরুমে যেতে চায়। পড়াশোনা চালিয়ে যেতে চায়। অনলাইন-অফলাইন যেকোনো মাধ্যমেই আমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হবে।’

সোমবার (৩১ মে) গাজীপুরে মূল ক্যাম্পাসে উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় সকলের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন নতুন উপাচার্য।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন সামনে রেখে আমাদের পথ চলতে হবে। বর্তমান সময়ে আমরা কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছি। এই কঠিন সময়েও বাংলাদেশ অর্থনীতির দিক থেকে অনেক শক্তিশালী পর্যায়ে রয়েছে। এমন পরিস্থিতিতে আমাদের শিক্ষার্থীদের বিষয়ে ভাবতে হবে।’

অনলাইন-অফলাইন মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়: উপাচার্য

উপাচার্য আরও বলেন, ‘সদ্য সাবেক উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ এই বিশ্ববিদ্যালয়কে যে উচ্চতায় রেখে গেছেন, সেটি বর্তমান সরকার ইতিবাচক দৃষ্টিতে দেখছে। আমরা সকল প্রতিবন্ধকতা কাটিয়ে শিক্ষার গুণগত মান নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাব।’

নতুন উপাচার্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে গতিশীল কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি সদস্যকে ডিজিটাল ইকুইপমেন্ট ব্যবহারে সিদ্ধহস্ত হতে হবে। আধুনিক ও বাস্তবতা নির্ভর শিক্ষাপ্রশাসন পরিচালনায় নিজেকে যুগোপযোগী করে তৈরির কোনো বিকল্প নেই।’

মশিউর রহমান আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তার সমস্ত মনোযোগ এই কোভিডের দুর্যোগ কাটানোর জন্য দিচ্ছেন। পাশাপাশি শিক্ষাব্যবস্থা আধুনিকায়ন ও দক্ষ মানবসম্পদ তৈরির চ্যালেঞ্জকে ধারণ করে শিক্ষা যাতে সংকটে না পরে সেটির ব্যাপারে অতন্দ্র প্রহরীর মতো কাজ করছেন।’

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group