তথ্যপ্রযুক্তিশিক্ষা খবর

যেভাবে গুগল ক্রোম ট্যাব ডেস্কটপ থেকে ফোনে শেয়ার করবেন

যেভাবে গুগল ক্রোম ট্যাব ডেস্কটপ থেকে ফোনে শেয়ার করবেন।একই সঙ্গে একাধিক ডিভাইস ব্যবহার করেন অনেকেই। ডেস্কটপে কাজ করার সময় গুগল ক্রোমে অসংখ্য ট্যাব খুলে রাখেন। বাইরে গিয়ে স্মার্টফোনে আর সেই ট্যাব খুঁজে পাওয়া যায় না। এতে প্রয়োজনীয় অনেক লিংক খুঁজে পাওয়া যায় না।এবার থেকে আর এই সমস্যায় পড়তে হবে না। ডেস্কটপ থেকে খুব সহজেই স্মার্টফোনে গুগল ক্রোমের ট্যাব শেয়ার করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক এই কাজটি খুব সহজেই কীভাবে করতে পারবেন-

রাইট ক্লিক অন দ্য ওয়েব পেজ ইউআরএল (URL) থেকে করতে হলে-
* অ্যাড্রেস বারের পেজ ইউআরএল (URL) হাইলাইট করতে হবে।
* এবার ইউআরএলে রাইট ক্লিক করুন।
* সেন্ড টু (Send To)অপশনে ক্লিক করুন।
* এরপর স্মার্টফোনে পাঠানো হবে ক্রোম নোটিফিকেশন। এবার ফোনেই ব্যবহার করা যাবে সেই ট্যাব

পিসি বা ডেস্ক কম্পিউটার কেনার গাইডলাইন

ল্যাপটপ আইকন ইন অ্যাড্রেস বার থেকে করতে হলে-
* প্রথমেই ক্রোম ওয়েব পেজের অ্যাড্রেস বারে ক্লিক করতে হবে।
* এরপর সিলেক্ট করতে হবে ‘সেন্ড দিস পেজ’ (Send this page) অপশন।
* এরপর সিলেক্ট করতে হবে ‘সেন্ড ইয়োর ডিভাইসেস’ (Send your devices) অপশন।
* সেই ডিভাইস সিলেক্ট করতে হবে, যেখানে সেই ট্যাব সেন্ড করা দরকার।
* এরপর সিলেক্ট করতে হবে ‘সেন্ডিং’ (sending) পপআপ।
* এরপর স্মার্টফোনে পাঠানো হবে ক্রোম নোটিফিকেশন। এবার ফোনেই ব্যবহার করা যাবে সেই ট্যাব।

How to share google chrome tab from desktop to phone. Many people use multiple devices at the same time. While working on the desktop, google keeps numerous tabs open in chrome. You can’t go out and find that tab on the smartphone anymore. You can’t find many of the necessary links. You don’t have to face this problem anymore. From the desktop, you can easily share the tab of Google Chrome on the smartphone. Let’s find out how you can easily do this –

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group