তথ্যপ্রযুক্তি

নতুন সুবিধা আসছে ইউটিউবে

নতুন সুবিধা আসছে ইউটিউবে।অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য নতুন একটি সুবিধা চালু করেছে ইউটিউব। পর্যায়ক্রমে সব ব্যবহারকারী এই সুবিধা পাবেন।এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগেজেট জানিয়েছে, নতুন ইন্টারফেসে দ্রুততার সঙ্গে লাইক বাটনে প্রবেশাধিকারসহ আরও কিছু নিয়ন্ত্রণক্ষমতা পাবেন ব্যবহারকারীরা। ফলে ইউটিউব ব্যবহার আরও সহজ ও আনন্দদায়ক হয়ে উঠবে।এখন থেকে ফুলস্ক্রিনে থাকলেও এসব বাটন পাওয়া যাবে। ব্যবহারকারীরা ফুলস্ক্রিনে ভিডিও দেখার সময় ভিডিওর ওপর চাপ দিলেই নিচের দিকে এসব বাটন দেখতে পাবেন। শুধু তাই নয়, ভিডিও চলার সময়েই যেকোনও বাটনের কাজ করা যাবে। এতে ভিডিও থামবে না। কমেন্টের ক্ষেত্রেও ইউটিউবে এমন সুবিধা পাবেন ব্যবহারকারীরা।

কমেন্ট পড়তে হলে আগের মতো ফুলস্ক্রিন কেটে পোট্রেইট মোডে যেতে হবে না। ভিডিওর ওপর চাপ দিয়ে কমেন্ট বাটনে ক্লিক করলে পাশেই কমেন্ট সেকশন আসবে। সেখান থেকে ভিডিও দেখার পাশাপাশি কমেন্ট দেখতে পারবেন ব্যবহারকারীরা।অতীতে অ্যান্ড্রয়েড বা আইওএসে ফুলস্ক্রিনে ভিডিও দেখার সময় লাইক-ডিসলাইক, শেয়ার এবং প্লে-লিস্টে অ্যাড করার বাটন দেখতে হলে স্ক্রিন ছোট করতে হতো। এ কারণে ব্যবহারকারীদের অনেকে বিরক্ত হতেন। সেই বিরক্তি থেকে মুক্তি দিতেই নতুন ইন্টারফেস চালু করেছে ইউটিউব কর্তৃপক্ষ।

A new feature is coming to YouTube. YouTube has launched a new feature for Android and iOS users. Eventually, all users will get this benefit. In a report, tech media Engjet said that users will get some more control capabilities, including quick access to the Like button in the new interface. As a result, using YouTube will become easier and more enjoyable. From now on, these buttons will be available even if they are on fullscreen. Users will be able to see these buttons at the bottom of the video when they press on the video while watching the video on fullscreen. Not only that, any button can be worked during the video. This won’t stop the video. Users will also get such benefits on YouTube in the case of comments.

 

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group