তথ্যপ্রযুক্তি

কখন পোস্ট দিলে ফেসবুকে বেশি লাইক পাওয়া যায়

কখন পোস্ট দিলে ফেসবুকে বেশি লাইক পাওয়া যায়।সবচেয়ে বেশি লাইক পাওয়া যায় সপ্তাহের কাজের দিনেগুলোতে সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে কোনো কিছু পোস্ট করলে। এরপর আবার মাঝে দুই ঘণ্টা একটু বিরতি থাকে বলা যায়।এরপরে আবার সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে পোস্ট দিলে আপনি লাইক পাবেন অনেক বেশি। এতে আরও বলা হয়েছে, ছুটির দিনগুলোতে মানুষ ব্যক্তিগত কাজের পাশাপাশি বেশি ব্যস্ত থাকে বলে ওই দিনগুলোতে লাইকের সংখ্যাও তুলনামূলক অনেক কম হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাউন্ট নেই এমন মানুষ পাওয়া যায় না বললেই চলে। অনেকেরই এক বা একাধিক ফেসবুক একাউন্ট অথবা ফ্যান পেজ আছে। কেউ বেশি জনপ্রিয় আবার কেউ একটু কম।অনেকে পোস্ট দিলেই লাইক-কমেন্টস-শেয়ারে ভেসে যায়।আবার অনেকে এগুলোর কিছুই পায় না। তাদের জন্য খুশির খবর দিয়েছে ‘বাস্টল ডটকম’। এই প্রতিষ্ঠান চার মাস ধরে ১৪ কোটির বেশি পোস্টের শত কোটি লাইক বিশ্লেষণ করে একটি গবেষণা প্রতিবেদন তৈরি করেছে।

When you post, you get more likes on Facebook. The most likes are found when you post anything between 9 a.m. and 5 p.m. on weekdays. After that, there is a break of two hours in between. After that, if you post again between 7 pm and 8 pm, you will get a lot of likes. It also said that the number of likes on those days is also much less as people are more busy along with personal work during the holidays.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group