তথ্যপ্রযুক্তি

ফেসবুকের পোস্ট ক্লাউডে ট্রান্সফার করবেন যেভাবে

ফেসবুকের সক্রিয় ব্যবহারকারীরা নিয়মিত ছবি, ভিডিও, টেক্সট ইত্যাদি পোস্ট করেন। ফলে তাদের অ্যাকাউন্ট এসব পোস্টে পূর্ণ থাকে। এ ধরনের সক্রিয় ব্যবহারকারীরা কখনও ফেসবুক অ্যাকাউন্ট স্থায়ীভাবে ডিলিট করতে চাইলে সব পোস্ট একে একে ডাউনলোড করা কঠিন হয়ে পড়ে।

ভারতের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ বলছে, সক্রিয় ব্যবহারকারীরা স্থায়ীভাবে অ্যাকাউন্ট ডিলিট করতে গেলে তাদের পোস্টগুলো সহজেই সংরক্ষণের সুযোগ দিয়েছে ফেসবুক। এজন্য ট্রান্সফার টুল আপডেট করেছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

ফেসবুকের সক্রিয় ব্যবহারকারীরা স্থায়ীভাবে অ্যাকাউন্ট ডিলিট করার আগে তাদের ছবি ও ভিডিওগুলো সহজেই ক্লাউড স্টোরেজে স্থানান্তর করতে পারবেন। এমনকি কোনও জটিলতা ছাড়া অন্য পোস্টগুলোও স্থানান্তর করতে পারবেন তারা। ফেসবুক অ্যাকাউন্ট স্থায়ীভাবে ডিলিট করার আগে ছবি, ভিডিও এবং পোস্ট স্থানান্তর করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন-\

ফেসবুকের পোস্ট ক্লাউডে ট্রান্সফার করবেন যেভাবে

১. প্রথমেই ফেসবুক ওপেন করুন এবং ‘Setting and Privacy’ অপশনে যান

২. সেটিংস অপশনে চাপ দিন। তারপর ‘Your Facebook Information’ অপশনে ক্লিক করুন। এবার ‘ট্রান্সফার আ কপি অব ইওর ইনফরমেশন’ অপশনে ক্লিক করতে হবে।

৩. এই ধাপে আপনার পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করার পর পোস্ট, ফটো, ভিডিও কিংবা ফাইলের মধ্যে যা স্থানান্তর করতে চান সেগুলো সিলেক্ট করুন।

৪. এরপর আপনার ডাটা কোন প্ল্যাটফর্মে স্থানান্তর করতে চান সেটি বাছাই করতে হবে। আপনি গুগল ড্রাইভ, ড্রপবক্স এবং অন্যান্য ক্লাউড স্টোরেজ সেবার যে কোনোটি বাছাই করতে পারবেন।

৫. পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে সবশেষে ‘Next’ অপশন চাপ দিন। ডাটা স্থানান্তর হয়ে গেলে ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে জানিয়ে দেবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group