তথ্যপ্রযুক্তি

ফেসবুক Disable ID ফিরে পাবেন কীভাবে?

আপনার ফেসবুক Disable ID ফিরে পাবেন কীভাবে? আপনার ফেইসবুক আইডি Disable হওয়া থেকে রক্ষা করবেন কীভাবে?

অনেক সময় দেখা যায় শত্রুতা করে কিংবা অন্য কোনো কারণে কয়েকজন ফেইসবুক ইউজার মিলে আপনার আইডিতে রিপোর্ট করলে আপনার মূল্যবান আইডি Disable হয়ে যায়। আবার কেউ আপনার নাম ও ছবি দিয়ে ফেইক আইডি খুলে বিপদে ফেলতে পারে। অথচ, ফেইসবুক আইডি আগে থেকে Confirmation করে রাখলে আইডি যেমন অনেকটাই নিরাপদ থাকে পাশাপাশি কেউ আপনার নামে ফেইক আইডি খুললে ফেইস নিজ থেকে সেই আইডি খুঁজে বের করে ফেইক আইডি ডিজেবল করে দেয়!

আমি দেখেছি কেউ কেউ আইডি ডিজেবল হওয়ার বিভিন্ন মানুষের প্রতারণার ফাঁদে পা দিয়ে অনেক টাকা-পয়সা নষ্ট করেন। আরো আগে, একবার আমি একটি বিশেষ বিষয় নিয়ে লেখালেখি করার কারণে আমার আইডি রিপোর্ট করে Disable করে দিয়ে ছিল। আমার যেহেতু ইংরেজি পড়ে বুঝে সমস্যা হয় না, পরে ইন্টারনেটে ঘাঁটাঘাঁটি করে অনেক সময় ব্যয় করে নিজেই নিজের আইডি ডিজেবল থেকে মুক্ত করতে পেরেছিলাম।  পরে আমার ছোট ভাইয়ের আইডি ডিজেবল হয়েছিল কোনো কারণে, সেটা সে আমার পরামর্শ অনুযায়ী নিজে নিজে ঠিক করতে পেরেছিল।

অথচ, আপনি নিজে নিজে আপনার ডিজেবল আইডি ঠিক করতে পারেন এবং   আপনার আইডিকে আপনি চাইলে Disable হওয়া রক্ষা করতে পারেন নিজে নিজে আগে থাকে। এটা কেবল আপনার আইডিকে সুরক্ষা দিবে, “ব্লু ব্যাজ ভেরিফিকেশন” নয় কিন্তু।  ফেইসবুক “ব্লু ব্যাজ” শুধু সেলিব্রিটি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দেয়; সবাইকে নয়। তাহলে তো এটার এত গুরুত্ব থাকত না। সবাই পেয়ে যেত।

তবে এই ক্ষেত্রে আপনি বার বার “Facebook Community Standard” ভঙ্গ করতে পারবেন না এবং ফেইসবুক আইডির নাম, জন্ম সাল ও জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স/ জন্ম-নিবন্ধন সার্টিফিকেট যে কোনো একটির সাথে মিলতে হবে। অর্থাৎ যে ডকুমেন্টটি দ্বারা ফেইসবুক আইডি কনফার্ম করবেন, সেটির সাথে ফেইসবুক আইডির তথ্য মিলতে হবে।

যেভাবে Disable থেকে রক্ষা করবেন- সবকিছুর আগে Settings & Privacy” অপশন থেকে আপনার আইডি Two-factor authentication চালু করে নিন মোবাইল নাম্বার দিয়ে (আগে চালু করা না থাকলে)।
এরপর-

১। প্রথমে আপনার ফেইসবুক আইডিতে ঢুকে “Settings & Privacy” অপশনে যান।

২। এর পর “Settings” অপশনে যান।

৩। Settings অপশনে ক্লিক করে “Personal Information” অপশনে যান

৪। এরপর  “Personal Information” অপশনে ক্লিক করে “Identity Confirmation”-এ যান।

এই “Identify Confirmation” অপশনে হলো আপনার মূল কাজ। এই “Identify Conformation” অপশনে ক্লিক করে আপনার পরিচয়পত্র/পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স/ জন্ম-নিবন্ধন সার্টিফিকেট যে কোনো একটি স্ক্যানিং কপি নির্দেশনা অনুযায়ী Upload করুন।

এরপর ফেইসবুক থেকে আপনাকে Document received এর একটা মেসেজ দিবে সাথে সাথে বা কিছু সময় পর। আপনার সবকিছু ঠিক থাকলে কিছুদিন পর আপনাকে Congratulations জানাবে। আইডিতে সমস্যা থাকলে সেটাও জানাবে।

৫। আপনি সেই মেসেজটি পাবেন “Support Inbox” অপশনে।

ঠিক একই পদ্ধতি অনুসরণ করে আপনার Disable Facebook ID নিজে নিজে ঠিক করতে পারেন appeal করে যদি আপনার সব তথ্য ঠিক থাকে এবং বার বার “Facebook Community Standards” ভঙ্গ না করে থাকেন।

লক্ষ্য করুনঃ আপনি এতো ঝামেলা করতে না চাইলে-
সরাসরি Facebook Identify  Confirmation করার লিংক-
https://m.facebook.com/help/contact/183000765122339

এই লিংকে গিয়ে আপনার পরিচয়পত্র/পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স/ জন্ম-নিবন্ধন সার্টিফিকেট যে কোনো একটি স্ক্যানিং কপি নির্দেশনা অনুযায়ী Upload করুন এবং সবার নিচে আলাদা আরেকটি ঘরে আপনার Email address/Mobile number দেয়ার কথা বলছে। সেখানে আপনি যে ইমেইল এড্রেস দিয়ে ফেইসবুক ব্যবহার করেন, সেটা দিয়ে submit করে দিলে আপনার কাজ শেষ।

বি.দ্রঃ আবারও বলছি, Facebook Blue Badge Verification ফেইসবুক কর্তৃপক্ষ সবাইকে দেয় না। কেবল সেলিব্রিটি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দেয়। না হয়, সবাই ব্লু ব্যাজ ভেরিফাইড পেইজ/আইডি পেয়ে যেত এবং এটার এত গুরুত্ব থাকত না। তাই যারা টাকা দিলে আপনার আইডি/পেইজ “ব্লু ব্যাজ ভেরিফাইড” করে দিবে বলে, তাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। টাকার মিনিময়ে ফেইসবুক কর্তৃপক্ষ  ব্লু ব্যাজ ভেরিফাইড প্রোফাইল/পেইজ দেয় না। তাই, তাদের প্রতারণার ফাঁদে পা দিয়ে নিজের টাকা-পয়সা নষ্ট করবেন না!

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group