তথ্যপ্রযুক্তিশিক্ষা খবর

স্মার্টফোন পানিতে পড়লে যা করবেন

স্মার্টফোন পানিতে পড়লে যা করবেন।অনেক সময় মনের ভুলে স্মার্টফোন পানিতে পড়ে যায়। কখনো আবার বৃষ্টিতে ভিজে যায়। বেশ কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন না করলে ভিজে যাওয়া স্মার্টফোন পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পানিতে পড়লে বা ভিজে গেলে প্রথমেই স্মার্টফোন দ্রুত বন্ধ করতে হবে। স্মার্টফোনে সুরক্ষা কেস লাগানো থাকলে সেটিও খুলতে হবে। সম্ভব হলে সিম কার্ড, ব্যাটারি ও মাইক্রো-এসডি কার্ডও খুলে ফেলুন।

ভেজা অবস্থায় স্মার্টফোন কখনোই চার্জ করা যাবে না। এর ফলে স্মার্টফোনের লজিক বোর্ডে শর্টসার্কিট হতে পারে এবং বড় ধরনের ক্ষতি হতে পারে। স্মার্টফোন শুকানোর জন্য রোদেও দেওয়া যাবে না। কারণ সূর্যের তাপে স্মার্টফোনের অভ্যন্তরীণ উপাদানগুলোর ক্ষতি হতে পারে। হেয়ার ড্রায়ার দিয়েও স্মার্টফোন শুকানো যাবে না। একটি বিষয় মনে রাখতে হবে, পুরোপুরি না শুকিয়ে স্মার্টফোন চালু বা চার্জ করা যাবে না।

স্মার্টফোন বেশি ভিজে গেলে ভেতরে থাকা পানি দ্রুত বের করতে হবে। এ জন্য বেশ সতর্কভাবে স্মার্টফোনের ইয়ারফোন বা চার্জ করার পোর্ট নিচে রেখে সাবধানে পানি বের করতে হবে। মনে রাখবেন কোনোভাবেই স্মার্টফোনে ঝাঁকি দেওয়া যাবে না। পানি বের করার পর সম্ভব নরম তোয়ালে দিয়ে স্মার্টফোন সাবধানে স্পর্শ করে পানি মুছে নিতে হবে। এরপর স্মার্টফোনটি শুকনা চালের মধ্যে ন্যূনতম ৪৮ ঘণ্টা রেখে দিন। এরপর আর্দ্রতা কমাতে সিলিকা জেলের প্যাকেটসহ স্মার্টফোনকে বাতাস নিরোধক পাত্রে বা ব্যাগে রাখতে হবে।

What to do if the smartphone falls into the water. Many times the smartphone falls into the water forgetting the mind. Sometimes it gets wet in the rain again. There are several things that can be done to prevent a smartphone from getting wet. If you fall into the water or get wet, first you have to turn off the smartphone quickly. If there is a security case on the smartphone, it should also be opened. If possible, remove the SIM card, battery, and micro-SD card.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group