তথ্যপ্রযুক্তিশিক্ষা নিউজ

যেভাবে ইনস্টাগ্রাম আইডি ভেরিফাই করবেন

যেভাবে ইনস্টাগ্রাম আইডি ভেরিফাই করবেন।যোগাযোগের মাধ্যমগুলোর মধ্যে বেশ জনপ্রিয় ইনস্টাগ্রাম। বিভিন্ন দেশে ইনস্টাগ্রামের কয়েক মিলিয়ন ব্যবহারকারী রয়েছে। সাইটটি একের পর এক নতুন ফিচারও যুক্ত করছে। এজন্য মেটার এই সাইটটি দিন দিন আরও ব্যবহারকারীদের পছন্দের তালিকায় যুক্ত হচ্ছে। তাই ছবির গ্রহণযোগ্যতা বা এর বিশ্বাসযোগ্যতা অক্ষুন্ন রাখার পাশাপাশি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিরাপদ করতে এখানেও আছে নীল ব্যাচ। অর্থাৎ অ্যাকাউন্ট ভেরিফিকেশন বা বিশ্বাসযোগ্য প্রোফাল হিসেবে প্রতিষ্ঠার সুযোগ। আবেদন করা মানেই পেজ ভেরিফায়েড হওয়ার বিষয়টি নিশ্চিত নয়। যদি আবেদন গ্রহণ করা বা বাতিল করা হয়, তবে তা নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হবে।

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভেরিফাই করতে তিনটি সহজ ধাপ অনুসরণ করতে পারেনঃ

১. সেখানে আপনার পূর্ণ নাম লিখুন এবং ভেরিফিকেশনের জন্য ফটোই আইডি দিয়ে আবেদন করুন। এ ক্ষেত্রে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা সরকারের দেওয়া কোনো আইডি কার্ড ব্যবহার করতে হবে। এগুলো দিয়ে সাবমিট করলে তা পর্যালোচনা করবে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ।
২. সেখান থেকে স্ক্রিনের নিচের দিকে সেটিংস অপশনে যান। সেটিংস থেকে স্ক্রল করে নিচের দিকে গেলে রিকোয়েস্ট ভেরিফিকেশন অপশনটি পাবেন।
৩. লগইন করে প্রোফাইলে গিয়ে ওপরের ডান দিকে থাকা তিন লাইনের বারটিতে চাপ দিন।

How to verify Instagram ID. Instagram is one of the most popular means of communication. Instagram has millions of users in different countries. The site is also adding one new feature after another. That is why this site of Meter is being added to the list of preferences of more and more users day by day. So there is a blue batch here to keep the acceptability of the photo or its credibility intact as well as to secure the Instagram account. That is the opportunity to establish an account verification or credible profile. Applying does not mean that the page will be verified. If the application is accepted or rejected, it will be notified by notification.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group