তথ্যপ্রযুক্তিশিক্ষা নিউজ

হোয়াটসঅ্যাপে একসঙ্গে ৩২ জনকে ফোন দেওয়া যাবে

হোয়াটসঅ্যাপে একসঙ্গে ৩২ জনকে ফোন দেওয়া যাবে। এই ফিচারটির নাম কমিউনিটি। কমিউনিটি হবে গ্রুপগুলোর প্রধান। যে কেউ কমিউনিটি তৈরি করতে পারবেন এবং তার সদস্য হওয়ার জন্য একাধিক গ্রুপকে আমন্ত্রণ জানাতে পারবেন। কিন্তু কোনো গ্রুপ কমিউনিটির সদস্য হতে চায় না কি চায় না, তা ঠিক করার ক্ষমতা থাকবে গ্রুপের অ্যাডমিনের হাতে। আবার কমিউনিটির সদস্য হলেও ব্যবহারকারী সমস্ত গ্রুপের মেসেজ বা বার্তা দেখতে পাবেন না। কমিউনিটিতে থেকেও ব্যবহারকারী যে গ্রুপের সদস্য শুধু সেই গ্রুপের বার্তাই দেখতে পারবেন। এছাড়া ৩২ জনকে একসঙ্গে গ্রুপে রেখে ফোন করা যাবে। এমনকি ২ গিগাবাইট পর্যন্ত ফাইল শেয়ার করার সুযোগ আনছে হোয়াটসঅ্যাপ।

মেটার মালিকানাধীন জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। সারাবিশ্বে বিলিয়ন ব্যবহারকারী রয়েছে প্ল্যাটফর্মটির। তাই তো ব্যবহারকারীর অভিজ্ঞতা ভালো করতে একের পর এক নতুন ফিচার আনছে সাইটটি। প্রায় প্রতি মাসেই নতুন কিছু না কিছু আপডেট নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। এবার একই ধরনের ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রুপকে এক জায়গায় আনার প্রক্রিয়া শুরু করেছে সংস্থাটি। এর ফলে জরুরি গ্রুপের বার্তা খুঁজে পেতে আর অসুবিধা হবে না। হোয়াটসঅ্যাপে নতুন এই পরিষেবার ঘোষণা করলেন মেটার প্রধান মার্ক জুকারবার্গ।দীর্ঘদিন ধরেই ব্যবহারকারীরা এমন পরিষেবা পেতে চাইছিলেন।

32 people can be called simultaneously on WhatsApp. This feature is called community. The community will be the head of the groups. Anyone can create a community and invite multiple groups to join. But the group admin will have the power to decide whether a group wants to be a member of the community or not. Even if you are a member of the community, users will not be able to see the messages of all groups. From within the community, users can only view messages from the group they belong to. In addition, 32 people can be grouped together and called. WhatsApp is even bringing the opportunity to share files up to 2 GB.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group