তথ্যপ্রযুক্তিশিক্ষা খবর

স্মার্টফোনে র‍্যাম ও স্টোরেজ বাঁচানোর উপায়

স্মার্টফোনে র‌্যাম ও স্টোরেজ বাঁচানোর উপায়। মোবাইলের র‌্যাম ও স্টোরেজ ফুল হয়ে মোবাইল স্লো হয়ে যায়। অনেক সমস্যা দেখা দেয়। তাই বর্তমান সময়ের স্মার্টফোনগুলোতে বেশি র‌্যাম ও স্টোরেজের দিকে প্রাধান্য দেওয়া হয়। তারপরও অনেক সময় ফোনের স্টোরেজ সংক্রান্ত সমস্যা থেকে যায়। এ জাতীয় ঝঞ্ঝাট থেকে রেহাই পাওয়ার কিছু কার্যকরী উপায় রয়েছে, যা ব্যবহার করে আপনার স্টোরেজ ফুল হয়ে যাওয়ার সমস্যা কমানো যেতে পারে। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই উপায়গুলো।

ক্লাউড স্টোরেজ: অনেক কোম্পানি আছে যারা তাদের ফোনের সাথে ক্লাউড স্টোরেজ প্রদান করে। সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনার ফোনের ফটো এবং ভিডিওগুলি বেশি জায়গা দখল করছে, তাহলে আপনি ক্লাউড স্টোরেজেও কন্টেন্টগুলি সেভ রাখতে পারেন?

অস্থায়ী ফাইল ডিলিট: আমাদের ফোনে এরকম অনেক ফাইল আছে যেগুলো অস্থায়ী। এগুলো ডিলিট করলে ফোনের মেমরি অনেক বেড়ে যায়। তাই যদি আপনার ফোনে ক্যাচে ডেটা থাকে, তাহলে সেগুলি ডিলিট করে দিন।

ক্লিনিং অ্যাপ: প্লে স্টোরে এমন অনেক অ্যাপ রয়েছে যা আপনার ফোনের স্টোরেজ পরিষ্কার করে। এই অ্যাপগুলো মূলত ফোনে থাকা জাঙ্ক ফাইল, ডুপ্লিকেট ফাইল এবং অনেক বড় ফাইল ডিলিট করে দেয় যাতে ফোনের স্টোরেজ কমে যায়। সেক্ষেত্রে ইউজাররা ফোন ক্লিনার, ভাইরাস ক্লিনার, CCleaner-এর মতো অ্যাপ বেছে নিতে পারবেন।

Ways to save RAM and storage on smartphones. The RAM and storage of the mobile become full and the mobile becomes slow. A lot of problems arise. Therefore, in today’s smartphones, the focus is on more RAM and storage. However, many times there are problems related to the storage of the phone. There are some effective ways to get rid of such a hassle, using which the problem of your storage becoming full can be reduced. So let’s find out those ways.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group