পরীক্ষার ফরম পূরণভর্তি রেজাল্ট

৭টি কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা ২৭ নভেম্বর, আসনবিন্যাস প্রকাশ কাল

আগামীকাল বুধবার (১৭ নভেম্বর) ২০২০-২১ শিক্ষাবর্ষে ৭টি কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করা হবে। আগামী ২৭ নভেম্বর (শনিবার) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে গত ৩১ অক্টোবর পর্যন্ত ভর্তির ওয়েবসাইটে (https://admission-agri.org/)  গিয়ে পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পেরেছেন ভর্তিচ্ছুরা। এর আগে ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হয় প্রবেশপত্র ডাউনলোড প্রক্রিয়া।

এদিকে, এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৪ নভেম্বরের পর আর কোন নতুন প্রবেশপত্র ডাউনলোডের সুযোগ প্রদান করা হবে না। তবে যেসব আবেদনকারী প্রবেশপত্র ডাউনলোড করেছিল কিন্তু কোন কারণে আবার ডাউনলোড করা প্রয়োজন, কয়েকদিন পর থেকে শুধু তাদেরকে ডাউনলোডের সুযোগ দেয়া হবে।

Tomorrow, Wednesday (November 18) in the 2020-21 academic year, the seating arrangements for the admission test of 6 agricultural universities will be published. The admission test for agriculture will be held on 26th November (Saturday) from 11:30 am to 12:30 pm. Prior to this, the admissions have been able to download the exam tickets by going to the admission website till 31st October. Earlier, the process of downloading the tickets started on September 27. Meanwhile, it has been informed in a notification that after November 14, there will be no opportunity to download (https://admission-agri.org/) any new admission card. However, those applicants who downloaded the entry form but need to download it again for some reason will be given the opportunity to download it only after a few days.

আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব আবেদনকারীর মোট নম্বর ১০৩০ এর কম, তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ পাচ্ছে না। তাদের মোবাইল ব্যাংকিং নম্বরে কেন্দ্রীয় ভর্তি কমিটি টাকা ফেরৎ প্রদানের তারিখ নির্ধারণ করার পর সবাইকে একসঙ্গে ৭০০ টাকা করে ফেরৎ প্রদান করা হবে।

এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। এইচএসসি/সমমান পর্যায়ের ইংরেজিতে ১০, প্রাণীবিজ্ঞানে ১৫, উদ্ভিদবিজ্ঞানে ১৫, পদার্থ বিজ্ঞানে ২০, রসায়নে ২০ এবং গণিতে ২০ নম্বরের প্রশ্ন থাকবে।

মোট ১৫০ নম্বরের ভিত্তিতে ফলাফল প্রস্তুত করা হবে। ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের সঙ্গে এসএসসি/সমমানের পরীক্ষার জন্য ২০ এবং এইসএসসি/সমমানের জন্য ২৫ নম্বর যোগ করে ফলাফল প্রস্তুত করে মেধা ও অপেক্ষমাণ তালিকা প্রস্তুত করা হবে।

কৃষি গুচ্ছে ভর্তি পরীক্ষা আয়োজন করা বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group