পরীক্ষাপরীক্ষার ফরম পূরণ

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি।এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হবে ৮ জুন থেকে। ১৩ জুলাইয়ের মধ্যে সিলেবাস শেষ করা হবে। আর ১৪ জুলাই থেকে প্রস্তুতিমূলক একটি পরীক্ষা নেয়া হবে। ২২ আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা নেয়ার প্রস্তুতি শুরু করেছে শিক্ষা বোর্ড।এবারের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে সংক্ষিপ্ত সিলেবাসে। ২২ আগষ্ট থেকে এই পরীক্ষা শুরু হবে। এখন সপ্তাহে ৬ দিন ক্লাস হচ্ছে শিক্ষার্থীদের। ১৩ জুলাইয়ের মধ্যে সিলেবাস শেষ করা সম্ভব হবে বলছে শিক্ষা বোর্ড। এবার আইসিটি বিষয়ে পরীক্ষা হবে না। বাকি বিষয়গুলোর পরীক্ষা হবে দুই ঘন্টা করে।

এইচএসসি পরীক্ষার ফরম পূরণে বিজ্ঞান বিভাগে ১ হাজার ১৬০ টাকা এবং মানবিক ও ব্যাবসায় শিক্ষা বিভাগে ১ হাজার ৭০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। এর বেশি কেউ ফি আদায় করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি শিক্ষাবোর্ডের।যেসব বিষয়ে ব্যবহারিক আছে, তাতে লিখিত ৩০ নম্বর আর এমসিকিউ ১৫ নম্বরের পরীক্ষা হবে। আর ব্যবহারিক ছাড়া বিষয়ে ৪০ নম্বরের লিখিত ও ১৫ নম্বরের এমসিকিউ হবে। শিক্ষকরা বলছেন, পুরোদমে এখন ক্লাস নেয়া হচ্ছে। নির্দিষ্ট সময়ে সিলেবাস শেষ করতে প্রয়োজনে অতিরিক্ত ক্লাস নেয়া হবে।

Preparation for HSC exam. Filling of HSC and equivalent exam forms will start from 6th June. The syllabus will be completed by July 13. A preparatory test will be taken from July 14. The Board of Education has started preparations for the HSC examination from August 22. This time the HSC examination will be held in a short syllabus. The test will start on August 22. Now students are having classes 6 days a week. The Board of Education says it will be possible to complete the syllabus by July 13. This time there will be no test on ICT. The rest of the subjects will be examined in two hours.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group