জাতীয় বিশ্ববিদ্যালয়পরীক্ষা

অনার্স ৩য় বর্ষের পরীক্ষা শুরু হয়েছে

অনার্স ৩য় বর্ষের পরীক্ষা শুরু হয়েছে।জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ সালের অনার্স ৩য় বর্ষের পরীক্ষা শুরু হয়েছে। আজ শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের অধীন সকল কলেজগুলোতে এ পরীক্ষা শুরু হয়। এর আগে দীর্ঘ দুই বছর করোনা মহামারীর কারণে বিশ্ববিদ্যালয়টিতে প্রায় সকল ধরনের পরীক্ষা স্থগিত ছিল।করোনাকালীন সময়ে পাবলিক বিশ্ববিদ্যালয় ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ে সে ধরনের কোন উদ্যোগ নেয়া হয়নি। যার কারণে দীর্ঘকালীন সেশনজটে আটকে থাকা শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ নিয়ে সংশয়ে আছে। ৬-৭ বছরেও স্নাতক শেষ করতে পারতেছে না শিক্ষার্থীরা।প্রায় আড়াই বছর পর শুরু হয়েছে ২০১৭-২০১৮ সালের এ পরীক্ষা। পরীক্ষা চলবে এপ্রিল মাসের ৪ তারিখ পর্যন্ত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সারাদেশে লক্ষাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছেন এ পরীক্ষায়।

Honors 3rd-year exams have begun. The National University’s 2017-2018 Honors 3rd-year examination has begun. The examination began on Saturday in all colleges under the university. Earlier, almost all types of examinations in the university were postponed due to the corona epidemic for two long years. During the corona period, the examinations and classes of public universities and private universities were held online, but no such initiative was taken in the national university. Due to this, the students who are stuck in the long session are in doubt about their future. Students have not been able to complete their graduation in 6-7 years. After almost two and a half years, the exam for 2017-2018 started. The exam will continue until April 4th. Millions of students across the country are participating in this exam under the National University.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group