পরীক্ষাশিক্ষা খবর

২০২২ সালের আলিম পরীক্ষার্থীদের পরীক্ষার সময় ও নম্বর বিভাজন নির্দেশিকা প্রকাশ । আলিম পরীক্ষার যেভাবে নম্বর বিভাজন হবে ২০২২

আলিম পরীক্ষার যেভাবে নম্বর বিভাজন হবে।চলতি বছরের আলিম পরীক্ষা তিন বিষয়ের পরীক্ষা নেয়া হবেনা। এসব বিষয়ে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে নম্বর প্রদান করা হবে। এছাড়াও পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুসারে পরীক্ষা হবে। এবার পরীক্ষার সময় দুই ঘণ্টা নির্ধারন করা হয়েছে। এর মধ্যে রচনামূলকের জন্য ১ ঘণ্টা ৪০ মিনিট ও নৈর্ব্যত্তিক প্রশ্নের উত্তর দেয়ার জন্য ২০ মিনিট সময় পাবেন শিক্ষার্থীরা।আগামী ২২ আগস্ট থেকে শুরু হবে চলতি বছরের আলিম পরীক্ষা।

মুজাব্বিদ মাহির বিভাগে শিক্ষার্থীদের কুরআন মাজিদ, হাদিস ও উসূলুল হাদিস, আল ফিকহ প্রথমপত্র, আরবি সাহিত্য, তাজভীদ প্রথম ও দ্বিতীয় পত্র, কিরআতে তারতিল (মৌখিক), কিরাআতে হাদর (মৌখিক), বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র ও অতিরিক্ত একটি বিষয়ে পরীক্ষা দিতে হবে। আইসিটি বিষয়ে পরীক্ষা হবেনা।মাদরাসা শিক্ষা বোর্ড জানিয়েছে, আলিম পরীক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে ৫০ নম্বরে। যেসব বিষয়ে ব্যবহারিক আছে সেসব বিষয়ে পরীক্ষা হবে ৪৫ নম্বরে (রচনামূলক ৩০ নৈর্ব্যত্তিক ১৫)। ব্যবহারিক পরীক্ষা ছাড়া সৃজনশীল বিষয়ের পরীক্ষা হবে ৫৫ নম্বরে (রচনামূলক ৪০ নৈর্ব্যত্তিক ১৫)।

বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীদের কুরআন মাজিদ, হাদিস ও উসূলূল হাদিস, পদার্থ বিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র, রসায়ন প্রথম ও দ্বিতীয় পত্র, বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র, একটি নৈর্বাচনিক বিষয় ও একটি অতিরিক্ত বিষয়ের পরীক্ষা দিতে হবে। এ বিভাগের শিক্ষার্থীদের আল ফিকহ প্রথম পত্র, আরবি সাহিত্য ও আইসিটি বিষয়ের পরীক্ষা হবেনা। এ তিন বিষয় সাবজেক্ট ম্যাপিং করে মূল্যায়ন করা হবে।

২০২২ সালের আলিম পরীক্ষার্থীদের পরীক্ষার সময় ও নম্বর বিভাজন নির্দেশিকা প্রকাশ

আলিম

২০২২ সালের আলিম পরীক্ষার্থীদের পরীক্ষার সময় ও নম্বর বিভাজন নির্দেশিকা প্রকাশ

সম্প্রতী মাদ্রাসা শিক্ষাবোর্ড থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।চলতি বছরে সাধারণ বিভাগের আলিম পরীক্ষার্থীদের কুরআন মাজিদ, হাদিস ও উসূলূল হাদিস, আল ফিকহ প্রথম ও দ্বিতীয় পত্র, আরবি প্রথম ও দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস, বালাগাত ও মানতিক, বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র ও অতিরিক্ত বিষয়ের পরীক্ষায় অংশ নিতে হবে। এ বিভাগের শিক্ষার্থীদের আইসিটি বিষয়ে সাবজেক্ট ম্যাপিং করে মূল্যায়ন করা হবে।

How the alim exam will be divided marks. This year’s Alim exam will not be conducted in three subjects. The numbers will be provided through subject mapping in these subjects. There will also be tests according to the restructured curriculum. The test time has been set at two hours. Out of this, the students will get 1 hour 40 minutes for writing and 20 minutes to answer the casual questions. This year’s alim exam will start from August 22.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group