পরীক্ষা

হোয়াটসঅ্যাপে এখন থেকে ভয়েস মেসেজ করা যাবে

হোয়াটসঅ্যাপে এখন থেকে ভয়েস মেসেজ করা যাবে।ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে হোয়াটসঅ্যাপ। বিশ্বের সব দেশেই রয়েছে এর ব্যবহারকারী। নতুন নতুন সুবিধা থাকায় দিন দিন ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে। এর একাধিক ফিচার আকৃষ্ট করছে গ্রাহকদের।অনেকদিন আগেই হোয়াটসঅ্যাপ ভয়েস মেসেজের সুবিধা নিয়ে এসেছে। দীর্ঘ বার্তা এখন আর টাইপ করতে হয়না। ভয়েস রেকর্ড করেই বার্তা পাঠানো যায়। তবে সম্প্রতি ভয়েস মেসেজে আরও নতুন ফিচার যুক্ত করেছে প্ল্যাটফর্মটি।

হোয়াটসঅ্যাপ বিটা ইনফোর পক্ষ থেকে জানানো হয়েছে, এবার থেকে অডিও নোট রেকর্ড করার সময় পজ করতে পারবেন। ভিডিও রেকর্ডিংয়ের সময় যেমন পজ করা যায় ঠিক তেমনই অডিও রেকর্ড করার সময় পজ করতে পারবেন ব্যবহারকারীরা।হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েডের বিজনেস বিটা ২.২২.৬.৭ ভার্সনে এরই মধ্যে পাঠানো হয়েছে ফিচারটি। খুব শিগগিরই এই ফিচারটি ব্যবহার করতে পারবেন সব ব্যবহারকারীরা। তবে এই ফিচারের মাধ্যমে খুব বেশি দৈর্ঘ্যের ভয়েস মেসেজ পাঠানো যাবে না।

এখন থেকে ভয়েস নোট রেকর্ড করার সময় পজ (Pause) করতে পারবেন ব্যবহারকারীরা। নতুন এই ফিচার এরই মধ্যে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সনের ব্যবহারকারীদের কাছে পৌঁছে গেছে।ভয়েস রেকর্ডের সময় এতদিন পজ করার সুবিধা পাওয়া যেত না। শুধু সিঙ্গেল বাটন ব্যবহার করা যেত। অর্থাৎ একটি বাটন প্রেস করেই রেকর্ড শুরু হত এবং সেই বাটন ছেড়ে দিলেই সেন্ড হয়ে যেত সেই অডিও নোট। কিন্তু এবার থেকে তাতে আসছে বেশ কিছু পরিবর্তন।

Voice messages can now be sent on WhatsApp. WhatsApp is one of the most popular instant messaging platforms. It has users in all countries of the world. Due to the new benefits, the number of users is increasing day by day. Many of its features are attracting customers. A long time ago, WhatsApp has come up with the benefit of voice messages. Long messages don’t have to be typed anymore. Messages can be sent by recording voice. However, the platform has recently added new features to voice messages.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group