পরীক্ষাশিক্ষা খবর

এসএসসি পরীক্ষার নম্বর ও সময় প্রকাশ

এসএসসি পরীক্ষার নম্বর ও সময় প্রকাশ।ঢাকা শিক্ষা বোর্ডের সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য বলা হয়। এসএসসি পরীক্ষার সময় ও নম্বর বিভাজন নির্দেশিকাও প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, পরীক্ষার সময় ২ ঘন্টা। এরমধ্যে ২০ মিনিট নৈর্ব্যত্তিক আর বাকি ১ ঘন্টা ৪০ মিনিট সময় রচনামূলকের জন্য নির্ধারিত থাকবে।চলতি বছরে এসএসসির টেস্ট পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষাবোর্ড। এর পরিবর্তে প্রস্তুতিমূলক পরীক্ষা নেওয়া হবে। এসএসসির চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়ার একমাস আগে শিক্ষার্থীদের পূর্ব প্রস্তুতিমূলক পরীক্ষায় বসতে হবে।এ পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে শিক্ষা বোর্ডগুলো। সূচি অনুযায়ী, এসএসসির পূর্ব প্রস্তুতিমূলক পরীক্ষা ১৯ মে এবং চূড়ান্ত পরীক্ষা ১৯ জুন শুরু হবে।

Release of SSC exam marks and time. This was stated in an emergency notice signed by Dhaka Education Board Secretary and Acting Chairman Prof. Tapan Kumar Sarkar. The time and number division guidelines for SSC exams have also been released. It is said that the duration of the test is 2 hours. Of this, 20 minutes will be physical and the remaining 1 hour and 40 minutes will be scheduled for composition. The education board has decided not to conduct the SSC exam this year. Preparatory tests will be conducted instead. The students will have to sit for the pre-preparatory examination a month before appearing for the SSC final exam. The educational boards have announced the possible dates for the exam. As per the schedule, the SSC pre-preparatory exam will begin on May 19 and the final exam on June 19.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group