পরীক্ষাশিক্ষা খবর

এসএসসি পরীক্ষা আগামী জুন মাসে ও এইচএসসি পরীক্ষা আগস্ট মাসে ২০২২

এসএসসি পরীক্ষা আগামী জুন মাসে ও এইচএসসি পরীক্ষা আগস্ট মাসে ২০২২.২০২২ সালের এসএসসি পরীক্ষা আগামী জুন মাসে ও এইচএসসি পরীক্ষা আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে ঢাকা বোর্ড থেকে লিখিত নির্দেশনা জারি করা হয়েছে। একইসঙ্গে ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের তিন পত্রের পরীক্ষার সিলেবাস আরও সংশোধন করা হয়েছে। এসএসসির বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের এবং এইচএসসির বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজির প্রথম ও দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে।

বোর্ড আরও বলছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের পাঠসূচি অধিকতর পুনর্বিন্যাস করেছে। যা প্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছে।রোববার ঢাকা বোর্ড থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য উল্লেখ করা হয়। এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশের বিষয়ে জানিয়ে সব প্রতিষ্ঠান প্রধানকে চিঠিটি পাঠায় ঢাকা বোর্ড।২০২২ সালের এসএসসি পরীক্ষা জুনে ও এইচএসসি পরীক্ষা আগস্টে অনুষ্ঠিত হবে।

SSC exam will be held in June and the HSC exam in August 2022.2022 SSC exam will be held in June and the HSC exam in August. Written instructions have been issued by the Dhaka Board in this regard. At the same time, the syllabus of the three papers of SSC and hsc candidates of 2022 has been further revised. The short syllabus of Bengali second paper of SSC, English first and second paper, and Bengali second paper of HSC and first and second papers of English have been published.

 

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group