পরীক্ষাশিক্ষা খবর

নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের ও সাত কলেজের পরীক্ষা

নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের ও সাত কলেজের পরীক্ষা।শিক্ষা প্রতিষ্ঠানে আরও দুই সপ্তাহ ছুটি বাড়লেও জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের পূর্বনির্ধারিত পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনেই অনুষ্ঠিত হবে। করোনা ভাইরাসের বিস্তার রোধে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রয়েছে।

বুধবার (২ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাংবাদিকদের জানিয়েছেন, আরও দুই সপ্তাহ শ্রেণি কক্ষে সরাসরি পাঠদান বন্ধ থাকবে। এই পরিস্থিতিতে কোনও বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত পরীক্ষা বন্ধ না রেখে স্বাস্থ্যবিধি মেনে তা নেওয়ার সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে শিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে।

Examinations of universities and seven colleges will be held at the scheduled time. Even if their leave is extended for two more weeks in educational institutions, the pre-scheduled examinations of National University, Islamic Arabic University, Open University and seven colleges affiliated to Dhaka University will be held in accordance with the hygiene rules. Schools and colleges are closed till February 8 to prevent the spread of coronavirus. Wednesday (February 2) Education Minister. Dipu Moni told reporters that the classroom will be closed for two more weeks.

In this situation, it was decided to take the exam in accordance with the health rules without stopping the scheduled exam of any university. The Ministry of Education said this on Thursday (February 3) morning. MA Khair, senior information and public relations officer of the ministry, said, “The pre-scheduled examinations of National University, Islamic Arabic University, Open University and seven colleges affiliated to Dhaka University will be conducted in accordance with the hygiene rules.”

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group