শিক্ষা খবরশিক্ষা নিউজ

আপাতত বন্ধ থাকছে প্রাক-প্রাথমিকের ক্লাস

আপাতত বন্ধ থাকছে প্রাক-প্রাথমিকের ক্লাস।স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে সশরীরে পাঠদান শুরু হবে আগামী ২২ ফেব্রুয়ারি। আর ১ মার্চ খুলতে যাচ্ছে প্রাথমিক বিদ্যালয়গুলো। তবে আপাতত বন্ধ থাকছে প্রাক-প্রাথমিকের ক্লাস।প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন শুক্রবার বলেছেন, সংক্রমণ কমায় আগামী ১ মার্চ প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ক্লাস শুরু হবে। তবে প্রাক-প্রাথমিক স্তরে সশরীরে ক্লাস আপাতত বন্ধই থাকবে।

দেশে প্রথমবারের মতো করোনা সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। সংক্রমণ কমায় দেড় বছর পর ২০২১ সালের ১২ সেপ্টেম্বর খুলে দেওয়া হয় সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। কিন্তু ফের সংক্রমণ বাড়ায় গত ২১ জানুয়ারি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান।এর আগে বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, আগামী ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের এক বছরমেয়াদী প্রাক-প্রাথমিক নামে শিক্ষার একটি স্তর আছে। যা শিশুশ্রেণি নামেও পরিচিত। এছাড়া ইংরেজি মাধ্যমের স্কুল এবং কিন্ডারগার্ডেনে প্লে, নার্সারি, কেজি ইত্যাদি শ্রেণি আছে।এদিকে গতকাল শুক্রবার সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বলেন, আগামী ১ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে সশরীরে পাঠদান শুরু হবে। এ বিষয়ে শিগগিরই অফিস আদেশ জারি করা হবে।

Pre-primary classes are currently closed. In-person teaching in schools, colleges, and universities will begin on February 22. Primary schools will open on March 1. However, pre-primary classes are closed. Minister of State for Primary and Mass Education Zakir Hossain on Friday said classes from classes 1 to 5 will start on March 1 to reduce the infection. However, in-person classes at the pre-primary level will remain closed for the time being.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group