পরীক্ষাশিক্ষা খবর

এইচএসসি পরীক্ষায় যে কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের প্রতিটি বিষয়ের তত্ত্বীয় অংশে ৮টি প্রশ্ন থাকবে, যার মধ্য থেকে ২টি প্রশ্নের উত্তর দিতে হবে। তত্ত্বীয় পরীক্ষার সময় ১ ঘণ্টা ৪০ মিনিট। আর এ বিভাগের পরীক্ষার্থীদের নৈব্যাক্তিক অংশে ২৫টি প্রশ্ন থেকে ১৫টির উত্তর দিতে হবে। সময় ২০মিনিট। আর মানবিক ও ব্যাবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের প্রতিটি বিষয়ের তত্ত্বীয় অংশে ১১টি প্রশ্ন থাকবে, যার মধ্য থেকে ৪টি প্রশ্নের উত্তর দিতে হবে। তত্ত্বীয় পরীক্ষার সময় ১ ঘণ্টা ৪০ মিনিট। আর এ বিভাগের পরীক্ষার্থীদের নৈব্যাক্তিক অংশে ৩০টি প্রশ্ন থেকে ২০টির উত্তর দিতে হবে। পরীক্ষা শুরুর আগে কক্ষ প্রত্যাবেক্ষক বিষয়টি উচ্চস্বরে পরীক্ষার্থীদের জানাবেন।

বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।

আগামী ৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। চলতি বছরের এইচএসসি, আলিম ও এইচএসসি ভোকেশনাল ও বিএম পরীক্ষায় সারাদেশের ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এদের মধ্যে ছাত্র ৭ লাখ ২৯ হাজার ৭৩৮ জন ও ছাত্রী ৬ লাখ ৬৯ হাজার ৯৫২ জন। ২ হাজার ৬২১ টি কেন্দ্রে ৯ হাজার ১৮৩টি প্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

মন্ত্রী জানান, এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেবেন। ৪ হাজার ৬৫৮টি প্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী ১ হাজার ৫১৫টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নেবেন। এদের মধ্যে ছাত্র ৫ লাখ ৬৩ হাজার ১১৩ জন ও ছাত্রী ৫ লাখ ৭৪ হাজার ৯০৪ জন। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য আলিম পরীক্ষায় ১ লাখ ১৩ হাজার ১৪৪ জন পরীক্ষার্থী অংশ নেবেন। এ পরীক্ষায় ৬১ হাজার ৭৩৮ জন ছাত্র ও ৫১ হাজার ৪০৬ জন ছাত্রী অংশ নিচ্ছেন। ৪৪৭টি কেন্দ্রে ২ হাজার ৬৯২টি মাদরাসার এসব পরীক্ষার্থী আলিম পরীক্ষা দেবেন।

মন্ত্রী জানান, কারিগরি শিক্ষা বোর্ডেরে অধীনে এইচএসসি বিএম ও ভোকেশনাল পরীক্ষায় ১ লাখ ৪৮ হাজার ৫০৩ জন পরীক্ষার্থী অংশ নেবেন। এদের মধ্যে ছাত্র ১ লাখ ৪ হাজার ৮২৭ জন ও ছাত্রী ৪৩ হাজার ৬৪২ জন। ৬৫৯টি কেন্দ্রে ১ হাজার ৮৩৩ টি প্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী এইচএসসি বিএম ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নেবেন।

এদিকে এইচএসসি ও সমমানের পরীক্ষা নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে আয়োজনের লক্ষ্যে আগামী ৩ জানুয়ারি পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মন্ত্রী বলেছেন, সুষ্ঠ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন্য ৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত দেশের সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে।

Education Minister Dr. Dipu Moni said that in the HSC examination, the students of the science department will have 6 questions in the theoretical part of each subject, out of which 2 questions have to be answered. Theoretical test time 1 hour 15 minutes. And the examinees of this department have to answer 12 out of 25 questions in the subjective part. Time 15 minutes. And students in the humanities and business education department will have 11 questions in the theoretical part of each subject, out of which 3 questions have to be answered. Theoretical test time 1 hour 15 minutes. And the examinees of this department have to answer 15 out of 30 questions in the subjective part. Before the start of the test, the room observer will inform the examinees about the matter aloud.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group