পরীক্ষা

২৫ নভেম্বর থেকে দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সামনে রেখে আগামী ২৫ নভেম্বর থেকে দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। এ বিষয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে আগামী ২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, এবার এ পরীক্ষায় অংশ নেবেন ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৭ লাখ ২৯ হাজার ৭৩৮ জন এবং ছাত্রী ৬ লাখ ৬৯ হাজার ৯৫২ জন।

All coaching centers in the country will be closed from November 25 in view of the upcoming HSC and equivalent examinations. In this regard, Education Minister Dipu Moni said that the coaching center will be closed from November 25 to January 3 to prevent the leaking of question papers. This was stated by the Education Minister at a press conference after the meeting of the National Monitoring and Law and Order Committee at the Secretariat on Thursday. He said 13 lakh 99 thousand 690 students will take part in this examination this time. Among them 6 lakh 29 thousand 738 students and 8 lakh 89 thousand 952 female students. The education minister said 11 lakh 36 thousand 17 students will take the HSC examination under 9 general education boards this time. Among them 5 lakh 63 thousand 113 students and 5 lakh 64 thousand 904 female students. 1 lakh 13 thousand 144 people will give Alim examination under Madrasa Board. Among them 61 thousand 738 students and 51 thousand 408 female students.

শিক্ষামন্ত্রী জানান, এবার সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা দেবেন ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন। তাদের মধ্যে ছাত্র ৫ লাখ ৬৩ হাজার ১১৩ জন এবং ছাত্রী ৫ লাখ ৭৪ হাজার ৯০৪ জন।

মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষা দেবেন ১ লাখ ১৩ হাজার ১৪৪ জন। তাদের মধ্যে ছাত্র ৬১ হাজার ৭৩৮ জন এবং ছাত্রী ৫১ হাজার ৪০৬ জন।এইচএসসি (বিএম/ ভোকেশনাল) পরীক্ষা দেবেন ১ লাখ ৪৮ হাজার ৫২৯ জন। তাদের মধ্যে ছাত্র ১ লাখ ৪ হাজার ৮২৭ জন এবং ছাত্রী ৪৩ হাজার ৬৪২ জন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group