শিক্ষা খবরশিক্ষা নিউজ

রমজান মাসে প্রাথমিকের ক্লাস চলবে চার নির্দেশনায়

রমজান মাসে প্রাথমিকের ক্লাস চলবে চার নির্দেশনায়।পবিত্র রমজান মাসে প্রাথমিকে ক্লাস শুরু হবে সকাল সাড়ে ৯ টায়। যা চলবে বিকেল ৩টা পর্যন্ত। এরমধ্য্যে ৩০ মিনিট নামাজ পড়ার বিরতি পাবেন শিক্ষকরা। বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ আদেশ জারি করেছে। এতে স্বাক্ষর করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মনিষ চাকমা। নির্দেশনায় ডিপিই চার নির্দেশনাও দিয়েছে।

২০ রমজান পর্যন্ত প্রাথমিকের ক্লাস কার্যক্রম চালু রাখার পরিপত্র জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। উপসচিব মোহাম্মদ কামাল হোসেন সাক্ষরিত পরিপত্রে বলা হয়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে আগামী ২০ রমজান পর্যন্ত প্রাথমিকে শ্রেণিকক্ষে পাঠদান চালু রাখা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অনুরোধ করা হলো। এরপরই এই সিদ্ধান্ত জানালো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

নির্দেশনায় বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে সরাসরি শ্রেণি কার্যক্রম ২০ রমজান পর্যন্ত চালু থাকবে। শুধুমাত্র রমজান মাসে প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি শ্রেণিপাঠদান পরিচালনার জন্য নিম্নোক্ত নির্দেশনাসমূহ পালন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

১.পবিত্র রমজান মাসে বিদ্যালয়ে সরাসরি শ্রেণি পাঠদান সকাল ০৯:৩০ ঘটিকা থেকে বিকাল ০৩:০০ পর্যন্ত চলবে।
২. প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রেরিত রুটিন ও পাঠ পরিকল্পনা অনুযায়ী সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক উল্লেখিত সময়সূচি অনুযায়ী নির্ধারিত ক্লাসসমূহ বিন্যস্ত করে শ্রেণি কার্যক্রম পরিচালনা করবেন।
৩. পবিত্র রমজান মাসে বিন্যস্ত রুটিনে নামাজের জন্য ৩০ মিনিট বিরতি থাকবে।

৪.  প্রধানশিক্ষকগণ প্রস্তুতকৃত রুটিনটি সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসারকে অবহিত করবেন।

In the month of Ramadan, the primary class will run under four directions. In the holy month of Ramadan, the primary class will start at 9:30 in the morning. Which will continue till 3 pm. In the meantime, teachers will get a 30-minute break for prayers. The Department of Primary Education issued the order on Thursday. It was signed by Manish Chakma, Director (Policy and Operations), Department of Primary Education. The DPE also gave four instructions.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group