শিক্ষা খবরশিক্ষা নিউজ

এসএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন 2022

এসএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন 2022।আগামী বছর এসএসসি পরীক্ষা দিতে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের নবম শ্রেণিতে ফের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছে ঢাকা বোর্ড। আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত বাদপড়া শিক্ষার্থীরা ২০২১-২২ শিক্ষাবর্ষের নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন করতে পারবেন। আর এ সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের বিভাগ, বিষয়, ধর্ম, ছবি পরিবর্তন ও অন্যান্য তথ্য সংশোধন করা যাবে।

সোমবার ঢাকা বোর্ড থেকে বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এসএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন 2022

বিজ্ঞপ্তিতে বোর্ড বলছে, ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে (মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ) ২০২১-২০২২ শিক্ষবর্ষের ৯ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম ইতোপূর্বে শেষ হয়েছে। কিন্তু করোনা মহামারিসহ অন্যান্য যে কোনো কারণে বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময়সীমা বিলম্ব ফি ছাড়া ৮ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারণ করা হলো। এ ধরণের বাদপড়া শিক্ষার্থীদের নতুনভাবে রেজিস্ট্রেশন করাসহ ইতোপূর্বে অনলাইনে দাখিল করা রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তন, বিষয় কোড, ধর্ম, লিঙ্গ ও ছবি পরিবর্তনসহ শিক্ষার্থীদের সব তথ্য সংশোধন করার সুযোগ দেয়া হলো।

The registration of such students will start tomorrow. The Dhaka Board has given an opportunity to the students to register for appearing in the SSC examination. The registration of students who have dropped out of class 9, 2020 from the board, i.e., SSC candidates of 2022, will start from tomorrow (March 13) tomorrow (March 13). The Dhaka Secondary and Higher Secondary Education Board are giving the opportunity to register till March 16 to the students who are excluded due to corona and those who have been admitted to the new institution through various board changes (clearances). A notification has already been issued by the board informing about the matter.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group