শিক্ষা খবরশিক্ষা নিউজ

প্রাইজবন্ডের ফলাফল পিবিআরইএস সফটওয়্যারে জানা যাবে

প্রাইজবন্ডের ফলাফল পিবিআরইএস সফটওয়্যারে জানা যাবে।প্রাইজবন্ডের লটারির ফলাফল জানার সহজ পদ্ধতি চালু করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। এজন্য চালু করা হয়েছে ‘প্রাইজবন্ড রেজাল্ট ইনকোয়ারি সফটওয়্যার বা পিবিআরইএস’ নামের বিশেষ সফটওয়্যার। এখন থেকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ওয়েবসাইটে গিয়ে অভ্যন্তরীণ ই-সেবা অংশে প্রাইজবন্ডের ‘ড্র’-এর ফলাফল অনুসন্ধানে এই ওয়েবভিত্তিক সফটওয়্যারে প্রবেশকরে গ্রাহকরা ফলাফল জানতে পারবেন।

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের পরিচালক মো. শাহ আলম বলেন, প্রাইজবন্ডের সব পুরস্কার বিতরণ হয় না। এর অন্যতম কারণ প্রাইজবন্ডের গ্রাহকরা পুরস্কার সম্পর্কে অবহিত থাকেন না। অনেকে লটারির ফলাফল খুজে দেখেন না। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটেও প্রাইজবন্ডের লটারির ফলাফল জানার কাছাকাছি একটি ব্যবস্থা রয়েছেউদ্বোধনী অনুষ্ঠানে এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, এক সময় প্রাইজবন্ড খুবই জনপ্রিয় ছিলো। মানুষ নিজের জন্য, প্রিয়জন ও সামাজিক অনুষ্ঠানে উপহার দিতেও প্রাইজবন্ড কিনত। কিন্তু প্রাইজবন্ডের লটারির থেকে পুরস্কার পেয়েছে কিনা সেটি খুঁজে বের করা বেশ কঠিন। ফলে ধীরে ধীরে এর জনপ্রিয়তা কমে এসেছে। আশা করা যাচ্ছে এখন যে পদ্ধতি চালু করা হল তাতে লটারির ফলাফল জানা সহজ হবে।

এই ওয়েবসাইট সাবস্ক্রাইব করার সুযোগ রয়েছে প্রাইজবন্ড গ্রাহকদের। সাবস্ক্রাইবারকে লটারির পরে স্বয়ংক্রিয়ভাবে লটারি অনুষ্ঠিত হয়েছে তার ইমেইল পাঠানো হবে।অভ্যন্তরীণ সম্পদ বিভাগ জানিয়েছে, সর্বশেষ দুই বছরের লটারির তথ্য পাওয়া যাচ্ছে এই ওয়েবসাইটে। দেশে বর্তমানে ৬৭টি সিরিজের প্রাইজবন্ড রয়েছে। প্রতিটি সিরিজ থেকে ৪৬টি করে পুরস্কার দেওয়া হয়। প্রতি তিন মাস পরপর লটারি হয় প্রাইজবন্ডের। একটি লটারিতে সব সিরিজে মোট ৩ হাজার ৮২টি প্রাইজবন্ড পুরস্কার পেয়ে থাকে।

এ পদ্ধতিতে একাধিক নম্বর একসঙ্গে অনুসন্ধান করতে হলে কমা(,) দিয়ে নম্বরগুলো লিখতে হবে। সিরিজ নম্বরের ক্ষেত্রে প্রথম ও শেষ সংখ্যার মাঝে হাইপেন(-) লিখে সার্চ করা যাবে।
অন্য পদ্ধতি হচ্ছে, মাইক্রোসফট এক্সেল ফাইল আপলোড করে ফলাফল জেনে নেওয়া। যদি কারও অনেক প্রাইজবন্ড থাকে তাহলে তিনি বন্ডের নম্বরগুলো একটি মাইক্রোসফট এক্সেল শিটে করে রাখবেন। প্রতি ড্র’র পর ওই এক্সেল ফাইল ওয়েবসাইটে আপলোড করলে কোনো নম্বর লটারিতে পুরস্কার জিতলে সেটি আলাদা করে দেখানো হবে।

শনিবার সকালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়ে এই সফটওয়্যারের উদ্বোধন করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। এসময় এনবিআর, জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এই ওয়েবসাইটে দুই পদ্ধতিতে প্রাইজবন্ডের ফলাফল জানা যাবে। একটি হচ্ছে সার্চ বক্সে বাংলা বা ইংরেজিতে সরাসরি প্রাইজবন্ডের নম্বর লিখে।

The results of the prize bond can be known in the PBRIS software. The Department of Internal Assets has introduced a simple method of knowing the results of the prize bond lottery. For this, a special software called ‘Prizebond Result Inquiry Software or PBRIS’ has been launched. From now on, customers will be able to know the results by entering this web-based software to search for the results of the prize bond ‘draw’ in the internal e-service section by going to the website of the internal resources department.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group