শিক্ষা খবরশিক্ষা নিউজ

শিক্ষা কার্যক্রম ভবিষ্যৎ মহামারিতে অব্যাহত রাখা হবে

শিক্ষা কার্যক্রম ভবিষ্যৎ মহামারিতে অব্যাহত রাখা হবে।ভবিষ্যৎ মহামারিতেও শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। শনিবার (৫ মার্চ) ইউজিসি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।বিডিরেন আয়োজিত সংবাদ সম্মেলনে বিডিরেনের চেয়ারপার্সন ও ইউজিসির সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম বিস্তারিত তথ্য তুলে ধরেন।অধ্যাপক ড. দিল আফরোজা বেগম বলেন, ভবিষ্যৎ অতিমারির সময় শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে ‘বাংলাদেশ গবেষণা ও শিক্ষা নেটওয়ার্ক’ কাজ করে যাবে।

ভবিষ্যৎ করোনা বা যে কোন মহামারিতে কোনওভাবেই যেন শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয় সে জন্য আগামী ৭-১১ মার্চ এ সম্পর্কিত ঢাবির সিনেট ভবনে এশিয়া প্যাসিফিক অ্যাডভান্স নেটওয়ার্ক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে দেশ বিদেশের ৩ শতাধিক শিক্ষাবিদ, গবেষক, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। কিভাবে শিক্ষক -শিক্ষার্থীর সঙ্গে সঠিক যোগাযোগ রেখে ক্লাস, পরীক্ষা সময়মতো সম্পন্ন করা যায় সে সম্পর্কে আলোচনা হবে এখানে।

এ জন্য স্বল্প খরচে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে দ্রুতগামী ইন্টারনেট ব্যবস্থাকে। এছাড়া অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।সংবাদ সম্মেলনে উপস্থিত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন আখতার বলেন, কোনও দুর্যোগ, মহামারি আমাদের লেখাপড়া ও গবেষণাকে যেন স্থবির করতে না পারে সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এজন্য গণমাধ্যমসহ সকলের সহযোগিতা চান উপাচার্য।

The education program will continue in future epidemics. The University Grants Commission (UGC) has said that it will continue education activities in the future pandemic. This was stated at a press conference at the UGC auditorium on Saturday (March 5). At a press conference organized by BIDiren, BDRen Chairperson and UGC member Prof. Dr. Dil Afroza Begum gave the details. Professor Dr. Dil Afroza Begum said the ‘Bangladesh Research and Education Network’ will continue to work to continue the educational activities during the future pandemic.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group