শিক্ষা খবরশিক্ষা নিউজ

এসএসসি পরীক্ষার্থীদের ইংরেজি ভার্সনে ঢাকা বোর্ড তথ্য চায়

এসএসসি পরীক্ষার্থীদের ইংরেজি ভার্সনে ঢাকা বোর্ড তথ্য চায়।২০২২ সালের এসএসসি পরীক্ষায় স্ব স্ব প্রতিষ্ঠানের ইংরেজি ভার্সনের পরীক্ষার্থীদের বিষয়ভিত্তি তথ্য নির্ধারিত ছক অনুযায়ী পূরণ করে ১০ মার্চের মধ্যে বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রকের কাছে হাতে হাতে বা ইমেইলে (controller@dhakaeducationboard.gov.bd) ঠিকানায় পাঠানোতে বলা হয়েছে স্কুলগুলোতে।নির্ধারিত ছকে বিষয়ের নাম, কোড এবং ওই বিষয়ের পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখ করতে হবে স্কুলগুলোকে।

ইংরেজি ভার্সনের এসএসসি পরীক্ষার্থীদের তথ্য চেয়েছে ঢাকা শিক্ষা বোর্ড । ইংরেজি ভার্সনে কোন বিষয়ে কতজন শিক্ষার্থী ২০২২ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেবেন তা জানাতে বলা হয়েছে স্কুলগুলোকে। আগামী ১০ মার্চের মধ্যে ইমেইলে বা সরাসরি উপপরীক্ষা নিয়ন্ত্রকের কাছে ইংরেজি ভার্সনের এসএসসি পরীক্ষার্থীদের তথ্য পাঠাতে হবে স্কুলগুলোকে।বৃহস্পতিবার ঢাকা বোর্ড থেকে বিষয়টি জানিয়ে ইংরেজি ভার্সন স্কুলগুলোতে চিঠি পাঠানো হয়েছে।

The Dhaka Board wants information in the English version of SSC candidates. In the 2022 SSC examination, the students of the English version of their respective institutions have been asked to fill the subject base information according to the prescribed table and send it to the deputy controller of examinations of the board by hand or by controller@dhakaeducationboard.gov.bd address by hand or by email (controller@dhakaeducationboard.gov.bd) by March 10. Schools will have to mention the name of the subject, code and the number of candidates in that subject.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group