শিক্ষা খবরশিক্ষা নিউজ

পবিত্র শবে বরাত ১৮ মার্চে

পবিত্র শবে বরাত ১৮ মার্চে।হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখের দিবাগত রাতটি মুসলিমরা সৌভাগ্যের রজনী হিসেবে উদ্‌যাপন করে থাকেন। এই রাতে মহান আল্লাহ তাআলা তাঁর বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন।মহিমান্বিত এই রজনীতে ধর্মপ্রাণ মুসলিমরা পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, পবিত্র কোরআন তিলাওয়াত, জিকিরে মগ্ন থাকেন। অনেকে রোজা রাখেন, দান-খয়রাত করেন।

অতীতের গুনাহের জন্য ক্ষমাপ্রার্থনা ও ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন। শবে বরাত মাহে রমজানেরও আগমনী বার্তা দেয়।দেশের আকাশে আজ বৃহস্পতিবার কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। আগামী ৫ মার্চ শনিবার থেকে শাবান মাসের গণনা শুরু হবে।জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। আজ দেশের কোথাও শাবান মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ১৮ মার্চ শুক্রবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত উদ্‌যাপিত হবে।

The Holy Sabbath is on March 18th. Muslims celebrate the night of the 14th of the month of Shaban in the Hijri year as the night of good luck. On this night Allah the Almighty opened the door of his mercy to His servants. In this glorious night, devout Muslims are immersed in naval prayers, recitation of the Holy Quran, zikr in the hope of getting the grace of the Most Gracious. Many people fast and give alms.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group