শিক্ষা খবরশিক্ষা নিউজ

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সশরীরে ক্লাস শুরু ২৭ মার্চ

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সশরীরে ক্লাস শুরু ২৭ মার্চ।স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পাসে আসতে হবে। মাস্ক পড়া, হাত ধোয়া, নিরাপদ দূরত্ব বজায় রাখা, বাহিরের খাবার পরিহার করাসহ করোনা মোকাবিলায় সরকার যেসকল নির্দেশনা দিয়েছে, তা সবাইকে মেনে চলতে হবে।এছাড়া এখনও যারা করোনা ভাইরাসের টিকা নেননি, তাদেরকে দ্রুত টিকা নেওয়ারও তাগিদ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।করোনা সংক্রমণ ক্রমাগত হ্রাস পাওয়ায় আগামী ২৭ মার্চ থেকে সশরীরে ক্লাসে ফিরছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।বৃহস্পতিবার (৩ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মাসফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছে।জানা যায়, করোনা সংক্রমণ ক্রমাগত অব্যাহত থাকায় ২০২০ সালে ১৭ মার্চ থেকে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল।

In-person classes at East-West University begin on March 27. You have to come to the campus according to hygiene. Everyone should follow the instructions given by the government to deal with corona, including wearing masks, washing hands, maintaining a safe distance, avoiding outside food. Apart from this, the university authorities have also urged those who have not yet taken the coronavirus vaccine to get vaccinated quickly. The students of East-West University are returning to classes in person from March 27 due to the continuous decline in corona infection. The university’s registrar, Masafiqur Rahman, confirmed the matter in a notification on Thursday (March 3). It is known that due to the continuous continuation of corona infection, in-person class examinations were stopped at East-West University on March 17, 2020.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group