শিক্ষা নিউজ

বানান-বিষয়ক চলমান বিতর্ক নিরসনে বাংলা একাডেমির ভাষ্য

বানান-বিষয়ক চলমান বিতর্ক নিরসনে বাংলা একাডেমির ভাষ্য ‘বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান’ প্রথম প্রকাশিত হয় ১লা ফেব্রুয়ারি ২০১৬ সালে। প্রকাশের পর থেকেই একটি অভিধান পুরোনো হয়ে যায় এবং তখন থেকেই শুরু হয় এর পরিবর্ধন ও পরিমার্জনের কাজ। এরই ধারাবাহিকতায় অভিধানটির প্রথম পরিবর্ধিত ও পরিমার্জিত সংস্করণ প্রকাশিত হয় এপ্রিল ২০১৬ সালে। বর্তমানেও এ অভিধানটির সংস্করণের কাজ চলমান আছে। এ কাজ করতে গিয়ে বেশকিছু ভুলত্রুটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

সামাজিক যোগাযোগ-মাধ্যমে চলমান বানান বিতর্কে যে বিকল্প বানানের কথা বলা হচ্ছে তা ইতোমধ্যে ‘আধুনিক বাংলা অভিধান’-এর পরিবর্ধিত ও পরিমার্জিত সংস্করণে সংযোজিত হয়েছে। এ ছাড়াও বহুল ব্যবহৃত শব্দের বিকল্প বানানও এ সংস্করণে যোগ করা হয়েছে। সেই সঙ্গে দৈনন্দিন ব্যবহারে থাকলেও এখন পর্যন্ত অভিধানে স্থান পায়নি এমন কিছু নতুন শব্দও সংযোজিত হয়েছে। ‘আধুনিক বাংলা অভিধান’-এর এ সংস্করণটি অচিরেই বাংলা একাডেমি থেকে প্রকাশিত হবে এবং চলমান বানান-বিতর্কের অবসান ঘটবে- এমনটাই প্রত্যাশা।

বানান-বিষয়ক চলমান বিতর্ক নিরসনে বাংলা একাডেমির ভাষ্য '

ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বানান নিয়ে চলছে বিতর্ক। এই বিতর্ক নিরসনে ব্যাখ্যা দিয়েছে বাংলা একাডেমি। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে বাংলা একাডেমির অফিসিয়াল http://banglaacademy.gov.bd/ পেজে বক্তব্যটি আপলোড করা হয়।

সম্প্রতি বাংলা একাডেমির বেশকিছু বানান নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়। এর মধ্যে সবচেয়ে আলোচিত গরু বানান ‘গরু’ না ‘গোরু’। নতুন বানানরীতিতে বাংলা একাডেমি বলছে গোরু।

শুদ্ধ বাংলা বানান চর্চা
বাংলা একাডেমি প্রণীত আধুনিক বাংলা বানানঃ
বাম দিকে এতদিনের প্রচলিত শব্দ এবং ডান দিকে আধুনিক বাংলা বানান।
X ভুল<> সঠিক ®
গরু = গোরু
ভিডিও =ভিডিয়ো
রাণী =রানি
ঠেলা =ঠ্যালা
পটল =পটোল
ঘুষ =ঘুস
সাথী =সাথি
ফর্সা =ফরসা
পীর =পির
কৈ =কই
ব্যাঙ =ব্যাং
অংক =অঙ্ক
বিদায়ী =বিদায়ি
পাদ্রী =পাদরি
ঠেলাগাড়ি =ঠ্যালাগাড়ি
বৌভাত =বউভাত
ঈগল =ইগল
ঈদ =ইদ
বৈ কি =বইকি
উছিলা =ওসিলা
পেত্নী =পেতনি
তরী =তরি
আপোস =আপস
রজনী =রজনি
পরিষ্কার =পরিস্কার
ফার্সি =ফারসি
সমসাময়িক =সামসময়িক
ক্ষুধামন্দা =ক্ষুধামান্দ্য
অংশীদারিত্ব =অংশিদারত্ব
অনুষ্ঠিতব্য =অনুষ্ঠাতব্য
ফর্মুলা =ফরমুলা
মহামারী =মহামারি
বিবাদমান =বিবদমান
প্রবাহমান =প্রবহমান
বিচারিক =বৈচারিক
অহর্নিশি =অহর্নিশ

কোরবানী – কোরবানি
উচিৎ – উচিত
ইদানিং – ইদানীং
বাংলাদেশী – বাংলাদেশি
বাঙালী – বাঙালি
বাটপার – বাটপাড়
শুধুমাত্র – শুধু
কেবলমাত্র – কেবল

সূত্র: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group