শিক্ষা খবরশিক্ষা নিউজ

স্কুল কলেজে শিগগিরই স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু হবে

স্কুল কলেজে শিগগিরই স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু হবে।স্কুল-কলেজে খুব শিগগির স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগামী সপ্তাহেই পুরোদমে ক্লাস শুরুর ঘোষণা আসতে পারে।বৃহস্পতিবার (০৩ মার্চ) সকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ এ তথ্য জানিয়েছেন।করোনার কারণে গত দুই বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। যা ভুগিয়েছে শিক্ষার্থীদের। তারা অনেকখানি পিছিয়ে গেছে। শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছি আমরা। সেজন্য দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরুর বিকল্প নেই।

দেশে করোনা শনাক্ত হওয়ার খবরে ২০২০ সালের মার্চ মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। করোনার সংক্রমণ কমায় দেড় বছর পর গত বছরের ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। কিন্তু করোনার ওমিক্রন ভেরিয়েন্টের প্রভাবে গত ২১ জানুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি এক মাস বন্ধ থাকার পর ২২ ফেব্রুয়ারি থেকে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং গতকাল বুধবার (০২ মার্চ) প্রাথমিকের ১ম-৫ম শ্রেণির ক্লাস শুরু হয়। প্রাক-প্রাথমিকের ক্লাস শুরু হবে আরও দুই সপ্তাহ পর।

বুধবার থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে। এছাড়া গত ২২ ফেব্রুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর এসএসসি পরীক্ষার্থীদের সপ্তাহে চারটি এবং দশম শ্রেণিতে তিনটি বিষয়ে ক্লাস হচ্ছে। এছাড়া, অষ্টম ও নবম শ্রেণিতে সপ্তাহে দুই দিন তিন বিষয়ে এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে এক দিন তিন বিষয়ের ক্লাস হচ্ছে।এর আগে বুধবার ঢাকা কলেজের একাদশ শ্রেণির নবীণ বরণ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরুর ইঙ্গিত দিয়েছেন।একই দিন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে এক অনুষ্ঠানে তিনি চলতি এবং আগামী শিক্ষাবর্ষ মিলিয়ে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করা হবে বলেও জানিয়েছেন।

মাউশি মহাপরিচালক বলেন, আমরা শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছি। অনুমোদন পেলেই আশা করছি সামনের সপ্তাহ থেকে স্কুল-কলেজে স্বাভাবিক ক্লাস শুরুর ঘোষণা দিতে পারব।অধ্যাপক নেহাল আহমেদ বলেন, সব শিক্ষার্থীকে করোনার টিকার আওতায় আনা হবে। তাদের প্রায় সবাই করোনার প্রথম ডোজের টিকা পেয়েছে। আর দ্বিতীয় ডোজের আওতায় এসেছে ১ কোটি ৫ লাখ শিক্ষার্থী। যারা এখনও টিকা পাননি, আশা করছি তাদেরও সামনের সপ্তাহের মধ্যে টিকার আওতায় আনা সম্ভব হবে।

Normal educational activities will start soon in the school college. Normal educational activities are going to start very soon in schools and colleges. The announcement of the start of classes in full swing may come next week. This information was given by the Director-General of the Directorate of Secondary and Higher Education (Maushi) Prof Nehal Ahmed on Thursday (March 3) morning. Educational institutions were closed for the last two years due to Corona. Which has hurt the students. They’ve lagged far behind. We are trying to make up for the loss of the students. Therefore, there is no alternative to starting normal educational activities in the educational institution quickly.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group