শিক্ষা খবরশিক্ষা নিউজ

কবি নজরুল কলেজে নবীন শিক্ষার্থীদের আগমনে মুখরিত ছিল

কবি নজরুল কলেজে নবীন শিক্ষার্থীদের আগমনে মুখরিত ছিল।নবীন শিক্ষার্থীদের আগমনে মুখরিত হয়ে উঠেছে কবি নজরুল সরকারি কলেজ (কেএনজিসি) ক্যাম্পাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হবার পর ৫য় বারের মত ভর্তি পরীক্ষা এবং যাচাই বাছাই শেষে স্নাতক (সম্মান) (২০২০-২১) সালের শিক্ষার্থীরা ইতোমধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করছে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের থেকে তিনটি অনুষদভূক্ত ১৯টি বিভাগে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চলছে।

নবীনদের উদ্দেশ্য কলেজের প্রিন্সিপাল প্রফেসর আমেনা বলেন, তোমরা কবি নজরুল কলেজের প্রাণ। তোমরা একাডেমিক শিক্ষার পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক কারিকুলামে অ্যাক্টিভিটিস বাড়িয়ে পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখবে এই প্রত্যাশা রাখি।বুধবার (২৩ফেব্রুয়ারি) থেকে কলেজের নবীনদের ওরিয়েন্টেশন ক্লাস কার্যক্রম শুরু হয়েছে।সবকিছু ছাপিয়ে নবীন শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল ক্যাম্পাসের আড্ডা দেয়ার স্থানগুলো। কলেজের বিভিন্ন বিভাগগুলো ব্যতীত ক্যাম্পাসের শহীদ মিনার চত্বর, মুক্ত মঞ্চ, কেন্দ্রীয় খেলার মাঠ ছিল নবীন শিক্ষার্থীদের পদচারণা। তাছাড়া ক্যাম্পাসের আশেপাশের চায়ের টং দোকানগুলোতেও ছিল তাদের সরব আনাগোনা।

Kabi Nazrul College was buzzing with the arrival of new students. Kabi Nazrul Government College (KNGC) campus has become buzzing with the arrival of new students. Students of Graduation (Honors) (2020-21) are already completing the admission process after the 5th time admission test and verification selection after becoming affiliated to Dhaka University. The admission process is going on in 19 departments of three faculties from those who have passed the admission test.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group