শিক্ষা খবরশিক্ষা নিউজ

প্রাথমিক বিদ্যালয়ে যেভাবে শহীদ দিবস পালন হবে

প্রাথমিক বিদ্যালয়ে যেভাবে শহীদ দিবস পালন হবে।সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামী ২১ ফেব্রুয়ারি (সোমবার) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। দিবসটি পালনে স্কুলগুলোকে স্বাস্থ্যবিধি মেনে স্ব স্ব কর্মসূচি প্রণয়ন করতে বলা হয়েছে। শহীদ দিবসে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে বলছে অধিদপ্তর। একইসঙ্গে এদিন স্কুলগুলোতে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেয়া হয়েছে।

শিক্ষা কর্মকর্তাদের পাঠানো নির্দেশনায় আরও বলা হয়েছে, জেলা প্রাথমিক শিক্ষা অফিসাররা জেলা তথ্য অফিসারের কাছ থেকে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা অনুযায়ী পোস্টার গ্রহণ, তা বিতরণ ও সাঁটানো নিশ্চিত করবেন। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ছড়া পাঠ, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে হবে। জেলা ও উপজেলা স্থানীয় জেলা প্রশাসন নেয়া সব কর্মসূচিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে অংশগ্রহণ করতে হবে।অধিদপ্তর জানিয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সচিবের সভাপতিত্বে শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে গত ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সভার কার্যবিবরণী মোতাবেক এসব নির্দেশনা দেয়া হয়েছে।

অধিদপ্তর বলছে, একুশে ফেব্রুয়ারি সব শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তরে সঠিক নিয়মে, সঠিক রঙ ও মাপের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। সূর্যোদয়ের সময় জাতীয় পতাকা উত্তোলন এবং সূর্যাস্তের সময় জাতীয় পতাকা নামাতে হবে। জাতীয় পতাকা অর্ধনমিত করার ক্ষেত্রে সঠিক নিয়ম অনুসরণ করতে হবে। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে জাতীয় কর্মসূচির সাথে সংগতি রেখে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান স্ব-স্ব কর্মসূচি প্রণয়ন করে দিবসটি উদযাপনের ব্যবস্থা গ্রহণ করবে। ভাষা শহীদদের রুহের মাগফেরাতের জন্য মসজিদ, মন্দির, গীর্জা ও অন্যান্য উপসনালয়ে দোয়া ও প্রার্থনার আয়োজন করতে হবে। দোয়া ও প্রার্থনার সময় ভাষা শহীদদের সঠিক নাম ব্যবহার করতে হবে।

The way Martyrs’ Day will be celebrated in primary schools. The Department of Primary Education has ordered all government primary schools to observe Martyrs’ Day and International Mother Language Day on February 21 (Monday). Schools have been asked to formulate their own programs in accordance with hygiene to celebrate the day. On Martyrs’ Day, the department has asked children to organize painting competitions, poetry reading, and cultural programs. At the same time, schools have been instructed to keep the national flag at half-mast from sunset to sunrise.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group