শিক্ষা খবর

প্রাথমিক ও মাধ্যমিকের নতুন শিক্ষাক্রম চূড়ান্ত

২০২৪ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিকের নতুন শিক্ষাক্রম চূড়ান্ত । প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা স্তরের দশটি বিষয়ের ‘বিষয়ভিত্তিক’ শিক্ষাক্রম চূড়ান্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে ‘জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড’ (এনসিটিবি)। এরমধ্যে ২০২৪ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক পার্ট-২, প্রাথমিক স্তরের প্রথম ও দ্বিতীয় শ্রেণী এবং মাধ্যমিক স্তরের ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীতে নতুন কারিকুলামের বই (শিক্ষাক্রম বা পাঠ্যবিষয়) পাঠলাভ করবে শিক্ষার্থীরা।

আগামী বছর মাধ্যমিকে অষ্টম ও নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকদের প্রশিক্ষণ শুরু হচ্ছে ডিসেম্বরে। আগামী ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জেলা ও উপজেলা পর্যায়ে শিক্ষকরা প্রশিক্ষণ পাবেন। এ মুহূর্তে চলছে প্রশিক্ষকদের প্রশিক্ষণ।

জানা গেছে, গত ৯ অক্টোবর থেকে জেলা পর্যায়ের প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু হয়। তিন ব্যাচে জেলা পর্যায়ের প্রশিক্ষকরা প্রশিক্ষণ পাচ্ছেন। তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ বুধবার থেকে শুরু হয়েছে। যা চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। ১ হাজার ৪৭০ জন শিক্ষক-একাডেমিক সুপারভাইজার জেলা পর্যায়ের প্রশিক্ষক হতে প্রশিক্ষণ নিচ্ছেন।

ঢাকা অঞ্চলের কয়েকজন প্রধান শিক্ষক জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে ভার্চুয়াল সভায় জানানো হয়েছে ডিসেম্বর মাসের ১ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত জেলা ও উপজেলা পর্যায়ের প্রশিক্ষণ পাবেন। আর আগামী নভেম্বর মাসের শুরু থেকে উপজেলা পর্যায়ের মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ কার্যক্রম চলবে।

সম্প্রতি শিক্ষামন্ত্রী দীপু মনি সঙ্গে ঢাকা অঞ্চলের প্রধান শিক্ষকদের ভার্চুয়াল সভায় এ বিষয়ে জানানো হয়। সভায় অংশ নেয়া একাধিক প্রধান শিক্ষক বিষয়টি নিশ্চিত করেছেন।

দশজন শিক্ষাবিদের মতামতের আলোকে ইতোমধ্যে প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণী পর্যন্ত বিষয়ভিত্তিক শিক্ষাক্রম (শিখন বিষয়) প্রণয়নের ‘ফ্রেমওয়ার্ক’ (কাঠামো বা রূপরেখা) চূড়ান্ত করেছে এনসিটিবি। এই রূপরেখার আলোকেই নতুন শিক্ষাক্রম প্রণয়ন করা হচ্ছে। এসব বিষয় সমন্বয়ের দায়িত্বে আছেন এনসিটিবি সদস্য (শিক্ষাক্রম) প্রফেসর ড. মশিউজ্জামান।

ড. মশিউজ্জামান বলেন, ‘মাধ্যমিক স্তরের শিক্ষাক্রম প্রণয়নের ফ্রেমওয়ার্ক তৈরির কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন বিষয়ভিত্তিক শিক্ষাক্রম প্রণয়ন করা হচ্ছে। বিশেষজ্ঞ শিক্ষকরা শিক্ষাক্রম প্রণয়ন করছেন। আশা করছি, আগামী মার্চের মধ্যেই ১০টি বিষয়ের ‘বিষয়ভিত্তিক’ শিক্ষাক্রম চূড়ান্ত করা সম্ভব হবে।’

মশিউজ্জামান আরও বলেন, ‘আগামী শিক্ষাবর্ষেই (২০২৪) প্রাক-প্রাথমিকের প্রথমবর্ষের শিশুরা নতুন কারিকুলামের বই পাচ্ছে। ২০২৪ শিক্ষাবর্ষে শিশুরা প্রাক-প্রাথমিকের দ্বিতীয় বর্ষের নতুন কারিকুলামের বই পাবে। ২০২৪ শিক্ষাবর্ষে প্রথম ও দ্বিতীয় শ্রেণী এবং ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর শিক্ষার্থীরাও নতুন কারিকুলামের বই পাবে।’ অন্য শ্রেণীর শিক্ষাক্রম পরবর্তীতে পরিবর্তন হবে বলে ওই কর্মকর্তা জানান।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group