শিক্ষা খবরশিক্ষা নিউজ

প্রথমবর্ষের ক্লাস শুরু ২৭ ফেব্রুয়ারি কুবিতে

প্রথমবর্ষের ক্লাস শুরু ২৭ ফেব্রুয়ারি কুবিতে।কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২১-২২ সালে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে সশরীরে ক্লাস শুরু হতে যাচ্ছে ২৭ ফেব্রুয়ারি থেকে। গত ২ জানুয়ারি থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলছে যা এখন প্রায় শেষ পর্যায়ে।তবে এখনো ফাঁকা রয়েছে ২১০টি আসন। তাই চতুর্থবারের মতো সাক্ষাৎকার ও ভর্তির সময় বাড়ানো হয়।

রোববার (৬ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।বিশ্ববিদ্যালয়ের সশরীরে ক্লাস বন্ধের সময়সীমা ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকবে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা চলমান থাকবে।

First-year classes start on 26th February in Kubi. Physical classes are going to start from 26th February in Comilla University (CUBI) in the first year of graduation (honors) in 2021-22. The admission process of the students who have passed from last 2nd January is going on which is now at the last stage.

However, 210 seats are still vacant. Therefore, the interview and admission time was extended for the fourth time. Sunday (January 8) afternoon, the University Registrar (Additional Responsibilities) Professor. Mohammad Abu Taher has confirmed the matter. The deadline for physical classes at the university will remain in force till February 21. But physical examinations will continue in the university.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group