শিক্ষা খবর

দিনে চলবে স্কুল, রাতে দেখানো হবে সিনেমা

দিনে চলবে স্কুল, রাতে দেখানো হবে সিনেমা। যুগোপযোগী শিক্ষা ও বিনোদনের চাহিদা মেটাতে দেশজুড়ে এ ধরনের ৫০টি এডুট্রেইনমেন্ট সার্ভিস সেন্টার চালু করতে যাচ্ছে সরকার। বাংলাদেশ-ভারতের যৌথ অর্থায়নে এসব সেন্টার বাস্তবায়ন করবে আইসিটি বিভাগ।

এ নিয়ে সোমবার আগারগাঁওয়ের আইসিটি বিভাগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে বৈঠক করেন ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। বৈঠকে দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও বিকাশে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং ভারতের মধ্যে ৪টি কার্যাদেশ স্বাক্ষরিত হয়।

দিনে চলবে স্কুল, রাতে দেখানো হবে সিনেমা
প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে বৈঠক করেন ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তুলতে নতুন ঘরানার এ সার্ভিস সেন্টার স্থাপিত হতে যাচ্ছে। এখানে থাকবে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষাদান ও প্রশিক্ষণ কার্যক্রম এবং মুভি দেখার থিয়েটার। দিনে চলবে স্কুল এবং রাতে দেখানো হবে মুভি। প্রকল্পটি বাস্তবায়নে বাংলাদেশকে ৫০ কোটি টাকা দেবে ভারত সরকার। বাকিটা বাংলাদেশ অর্থায়ন করবে।

পলক বলেন, বাংলাদেশ-ভারত ডিজিটাল সার্ভিস অ্যান্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার (বিডিসেট) প্রকল্পের আওতায় দেশে ৬টি সফটওয়্যার টেকনোলজি পার্ক এবং বিশেষায়িত ল্যাব স্থাপন করা হবে। এখান থেকে আগামী দুই বছরে ২ হাজার ৪০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া ভারত সরকারের অর্থায়নে দেশের জেলা পর্যায়ে চলমান আইটি/হাইটেক পার্ক স্থাপন (১২টি জেলায়) প্রকল্প, আইসিটি খাতে বিনিয়োগ সম্ভাবনা, প্রযুক্তি হস্তান্তর, স্টার্টআপ সংস্কৃতি গড়ে তুলতে সহযোগিতাসহ স্বার্থ-সংশ্নিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশের আইসিটি খাতের উন্নয়ন ও বিকাশে ভারতের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group