শিক্ষা খবরশিক্ষা নিউজ

সব শিক্ষার্থী কলেজে ভর্তির সুযোগ পাবে : চট্টগ্রাম শিক্ষাবোর্ড

সব শিক্ষার্থী কলেজে ভর্তির সুযোগ পাবে : চট্টগ্রাম শিক্ষাবোর্ড অধীন কলেজগুলোতে একাদশে ভর্তির জন্য এক লাখ ২৪ হাজার ৭০৭ শিক্ষার্থী অনলাইনে আবেদন করে। এর মধ্য থেকে কলেজে ভর্তির জন্য প্রথম তালিকায় নির্বাচিত হয়েছে ১ লাখ ১৮ হাজার ১৬৭ জন। ৬ হাজার ৫৪০ শিক্ষার্থী আবেদন করেও প্রথম তালিকায় কলেজ পায়নি। আর চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবার এসএসসি পাস করেছে মোট ১ লাখ ৪৪ হাজার ৫৫০ জন শিক্ষার্থী। সে হিসাবে আবেদন করেও প্রথম তালিকায় ঠাঁই না পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দাঁড়ায় ১৯ হাজার ৮৪৩ জন।চট্টগ্রামে এবার জিপিএ-ফাইভ পাওয়া ৮৭৬ জন শিক্ষার্থী ভর্তির জন্য কোনো কলেজ পায়নি। তাদের সবাই বিজ্ঞানের শিক্ষার্থী।

শিক্ষাবোর্ড থেকে বলছে, শিক্ষার্থীরা কলেজ পছন্দের ক্ষেত্রে ৫-৬টির বেশি নির্বাচন করেনি। যদি ১০টি কলেজ নির্বাচন করতো তাহলে এই সমস্যা হতো না। তবে সব শিক্ষার্থী কলেজে ভর্তির সুযোগ পাবে বলে বোর্ড থেকে জানানো হয়েছে।বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা গতবারের তুলনায় বেড়েছে। এবার জিপিএ-ফাইভ পেয়েছে ১২ হাজার ৮০১ জন। এর মধ্যে ১১ হাজার ৩০১ জন শিক্ষার্থীই বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ।

তাদের মধ্যে সবাই আবেদন করেও এ বিভাগ থেকে কলেজ পেয়েছে ১০ হাজার ৪২৫ জন। সে হিসাবে জিপিএ-৫ পেয়েও ৮৭৬ জন শিক্ষার্থী ভর্তির জন্য প্রথম পর্যায়ের তালিকায় কলেজ পায়নি।প্রথম তালিকায় কলেজ না পাওয়া ভর্তির জন্য মনোনয়ন পেতে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে এসব শিক্ষার্থীকে। ওইদিন একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় পর্যায়ের ফল প্রকাশ করবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি।

এবিষয়ে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক জাহেদুল হক বলেন, সব মিলিয়ে কলেজগুলোর মোট আসন সংখ্যার তুলনায় আবেদনকারীর সংখ্যা কম। এ কারণে সামগ্রিকভাবে চট্টগ্রামের কলেজগুলোতে আসন সংকট হবে না। অনেকেই কাঙ্ক্ষিত কলেজ হয়তো পাবে না। তবে সব শিক্ষার্থীই কলেজে ভর্তির সুযোগ পাবে। যারা প্রথম তালিকায় মনোনয়ন পায়নি তাদের পরবর্তী তালিকায় মনোনয়ন পাওয়ার সুযোগ রয়েছে।

One lakh 24 thousand 606 students applied online for admission in the colleges under the Chittagong Board of Education. Out of these, 1 lakh 18 thousand 17 people have been selected in the first list for college admission. 8 thousand 540 students applied but did not get college in the first list. A total of 1 lakh 44 thousand 550 students have passed SSC in Chittagong Education Board this time. The number of students who did not get a place in the first list even after applying as such stood at 19,843. All of them are science students.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group