শিক্ষা খবরশিক্ষা নিউজ

ভর্তির ফল প্রকাশ করা হবে একাদশের

গত ৮ জানুয়ারি থেকে একাদশে ভর্তির আবেদন শুরু হয়। আবেদন শেষ হয় ২৩ জানুয়ারি। আজ শনিবার (২৯ জানুয়ারি) প্রথম দফায় নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে। আগামী ২ মার্চ থেকে ক্লাস শুরু হবে একাদশ শ্রেণীতে। সারা দেশে একাদশ শ্রেণিতে লেখাপড়া হয় এমন প্রতিষ্ঠান আছে ৮ হাজার ৮৬৪টি। অন্যদিকে সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট আছে সাড়ে ৫০০। কলেজ ও মাদ্রাসায় আসন আছে ২৪ লাখ ৪০ হাজার ২৪৯টি। আর পলিটেকনিকে আছে ১ লাখ ৬৯ হাজার। সব মিলিয়ে এ স্তরে আসনসংখ্যা ২৬ লাখ ৯ হাজার ২৪৯টি। একাদশ শ্রেণীতে ভর্তির ফল প্রকাশ করা হবে আজ।

রাত আটটায় ভর্তি বিষয়ক ওয়েবসাইটে সেই ফল দেখতে পারবেন ভর্তিচ্ছুরা। এছাড়া নির্বাচিত শিক্ষার্থীদের সরবরাহ করা মোবাইল ফোনেও এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেয়া হবে। এ তথ্য জানিয়েছেন ঢাকা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য সাড়ে ১৪ লাখ শিক্ষার্থী আবেদন করেছেন।

আবেদনকৃতদের মধ্যে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত টাকা জমা আবেদন নিশ্চিত করেছেন প্রায় ১৪ লাখ। আবেদনকৃত শিক্ষার্থীরা সাড়ে ৭৬ লাখ পছন্দ দিয়েছেন। প্রত্যেক শিক্ষার্থী ভর্তির জন্য ৫-১০ টি কলেজ পছন্দক্রম দিয়েছে। বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর কেবলমাত্র অনলাইনের মাধ্যমে একাদশে ভর্তি আবেদন করা গেছে। আবেদন ফি ছিলো ১৫০ টাকা।

এই টাকা দিয়ে ৫-১০টি কলেজে আবেদন করেছে ভর্তিচ্ছুরা। আর শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়ন ফি নির্ধারণ করা হয়েছে ২২৮ টাকা। বিপরীত দিকে এসএসসি, দাখিল এবং এসএসসি ও দাখিল ভোকেশনালে পাস করেছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন। এর মধ্যে এসএসসিতে ১৬ লাখ ৮৬ হাজার ২১১ জন, দাখিলে ২ লাখ ৭২ হাজার ৭২২ জন আর কারিগরি শাখা থেকে ১ লাখ ৩৭ হাজার ৬১৩ জন পাস করেছেন।

The application for admission to the XI started on January 8. The application ends on January 23. The results of the students selected in the first round will be released today, Saturday (January 29). Classes will start from March 2 in class XI. There are 6,084 institutions in the country that teach the 11th class. On the other hand, there are 500 public and private polytechnic institutes. There are 24 lakh 40 thousand 249 seats in colleges and madrasas. And the polytechnic has 1 lakh 69 thousand. In all, the number of seats at this level is 26 lakh 9 thousand 249. The results of admission in class XI will be released today.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group