শিক্ষা খবর

ফেব্রুয়ারিতে আসছে ওমিক্রনের টিকা

বিশ্বখ্যাত ঔষধ প্রস্তুতকারি প্রতিষ্ঠান ফাইজার আশা করছে, আগামী মাসের মধ্যে তারা কোভিড-১৯ এর নতুন ধরন ওমিক্রনের ভ্যাকসিন বাজারে ছাড়বে। কোম্পানির প্রধান সোমবার এ তথ্য জানিয়েছেন। ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা আলবার্ট বোরলা সিএনবিসি টেলিভিশনকে জানান, (মার্কিন) সরকারের সদৃচ্ছার কারণে ইতোমধ্যে ওমিক্রনের ভ্যাকসিন তৈরি শুরু করেছে।যুক্তরাষ্ট্রে ওমিক্রন সংক্রমণ বাড়ছে।

এ প্রেক্ষাপটে ওমিক্রন আক্রান্তদের মাঝে ভ্যাকসিন প্রয়োগ করে ‘সাফল্যের’ দাবি করছে ফাইজার।বোরলা সিএনবিসি’কে বলেন, ‘আগামী মার্চে এ ভ্যাকসিন তৈরি শুরু বাজারজাত করা হবে।’ তিনি বলেন, ‘আমাদের এই ভ্যাকসিন প্রয়োজন হবে কি-না, তা আমি জানি না। আমি জানি না কীভাবে এ ভ্যাকসিন প্রয়োগ করা হবে।তিনি বলেন, ওমিক্রনে আক্রান্ত গুরুতর অসুস্থ লোকদের সুরক্ষায় দুই ধরনের ভ্যাকসিনের বুস্টার ডোজসহ ‘পর্যাপ্ত’ মজুত রয়েছে।

সিএনবিসি’র সঙ্গে সোমবার পৃথক এক সাক্ষাৎকারে মর্ডানার সিইও স্টিফেন বানসাল বলেন, কোম্পানি ওমিক্রনসহ ২০২২ সালের মধ্যে করোনার অন্য কোন ধরন দেখা দিলে তা মোকাবেলা করার জন্য বুস্টার ডোজ তৈরি করছে।

Pfizer, a world-renowned pharmaceutical company, hopes to launch a new type of Covid-19 vaccine, Omicron, in the coming months. The head of the company said this on Monday. Pfizer chief executive officer Albert Borla told CNBC television that the (US) government has already begun developing the omikron vaccine due to its goodwill. The omikron infection is increasing in the United States.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group